ঢাকা,শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫

চট্টগ্রামে বিদেশি শিক্ষার্থীকে ধর্ষণ, যুবক গ্রেপ্তার

atok,ডেস্ক নিউজ:
চট্টগ্রামে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক বিদেশি শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে খুলশী থানার আমবাগান এলাকা থেকে আরিফুর রহমান (২৬) নামের ওই যুবককে গ্রেপ্তার করা হয়।

খুলশী থানার ওসি শেখ মোহাম্মদ নাসির উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, খুলশীর একটি বড় বিপণি বিতানের কর্মী আরিফ। আর অভিযোগকারী একজন শ্রীলঙ্কান নারী।
ওই শিক্ষার্থী মামলা করার পর আরিফকে গ্রেপ্তার করা হয় জানিয়ে ওসি বলেন, “শপিং মলে যাওয়া আসার সুবাদে মেয়েটির সঙ্গে আরিফের পরিচয় হয়। আরিফ গত রোববার রাতে নগরীর একটি আবাসিক হোটেলে নিয়ে গিয়ে সেখানে তাকে ধর্ষণ করে।”

এ ঘটনায় সোমবার ওই শিক্ষার্থী আরিফকে আসামি করে খুলশী থানায় একটি মামলা করেন।

গ্রেপ্তারের পর আরিফকে আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন বলে জানান ওসি নাসির।

পাঠকের মতামত: