ঢাকা,শনিবার, ১৬ নভেম্বর ২০২৪

চকরিয়ায় হযরত ফাতিমা (রা:) বালিকা আলিম মাদ্রাসা জেডিসি ও ইবতেদায়ী সমাপনী পরীক্ষার ফলাফলে শীর্ষে

imagesচকরিয়া নিউজ ডেস্ক :::

জুনিয়র দাখিল সার্টিফিকেট পরীক্ষা (জেডিসি) ও ইবতেদায়ী সমাপনী পরীক্ষায় (১৭+৯)=২৬ জন এ+ সহ শতভাগ সফলতা অর্জন করে শীর্ষ স্থানে রয়েছে হযরত ফাতিমা (রা:) বালিকা আলিম মাদ্রাসা।  গত ২৯ ডিসেম্বর সরকারীভাবে শিক্ষা মন্ত্রণলয় কর্তৃক ঘোষিত ফলাফলে দেখা যায়, হযরত ফাতিমা (রা:) বালিকা আলিম মাদ্রাসা থেকে ২০১৬ সালে জেডিসি ও ইবতেদায়ী সমাপনী পরীক্ষায় অংশ গ্রহণ করে মোট ২৩৯জন। তন্মধ্যে জেডিসি গোল্ডেন এ+ পেয়েছে, আয়মন জোহরা, মুসলিমা জন্নাত এবং এ+ পেয়েছে জন্নাতুন নাঈমা শিফা, জন্নাতুল ফেরদৌস তাহিয়া, উর্মি হাফসা, রাজিয়া জন্নাত, সাইমা শিরিন, কহিনুর জন্নাত, মোশারফা জন্নাত, তহুরা জন্নাত, তুহফাতুন নেছা, তাইমা জন্নাত, উম্মে কুলছুম সাগরিকা, আয়েশা ছিদ্দিকা, হাদিছা জন্নাত, জন্নাতুল মাওয়া, জন্নাতুল মাওয়া কলি। ইবতেদায়ী সমাপনী পরীক্ষা এ+ পেয়েছে-হালিমাতুছ সাদিয়া সামিয়া বিনতে কবির, সামিরা জন্নাত, খদিজাতুল কোবরা, সুমাইয়া সুলতানা, শরিফা খানম ফাহিমা, উম্মে সায়েম মুন্নি, তানজুমা বেগম, নুসরাত জাহান ইতি, সুমাইয়া খানম। এছাড়া জেডিসিতে এ+ ১৭জন, এ গ্রেড ৮৯, এ- ৪০, বি গ্রেড ০৭, সি ০২ জন সহ সর্বমোট ১৫৫জন উত্তীর্ণ হয়, পাশের হার শতভাগ এবং ইবতেদায়ী সমাপনী পরীক্ষায় এ+ ০৯, এ ৩৪, এ- ২১ জন, বি ১১ জন এবং সি ০৭ জন সহ শতভাগ সাফল্য ও সর্বোচ্চ এ প্লাস পেয়ে শীর্ষে থাকায় মাদ্রাসার অধ্যক্ষ জনাব মাওলানা মোহাম্মদ কবির হোছাইন মহান আল্লাহর দরবারে শোকরিয়া জ্ঞাপন করেন এবং মাদ্রাসা গভর্ণিং বড়ি, সকল শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

পাঠকের মতামত: