ঢাকা,শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪

চকরিয়ায় সড়ক দূর্ঘটনায় নিহত কলেজ ছাত্র রায়হানের ফেইসবুক ওয়ালে স্ট্যাটাস নিয়ে তোলপাড় !

chakaria-picture-17-12-2016-2এখন থেকে পৃথিবীর মায়া ছেড়ে দিয়েছি

যেকোন সময় আল্লাহ পাকের ইশরায়

না ফেরার দেশে পাড়ি দিতে পারি

মিজবাউল হক, চকরিয়া:

দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে নিহত চকরিয়া সিটি কলেজের ছাত্র আলী রিয়াজ রায়হানের (২৩) মৃত্যুর ৬০ঘন্টা পূর্বে তার ফেইসবুক ওয়ালে স্ট্যাটাস নিয়ে তোলপাড় সৃষ্টি হয়েছে বন্ধুর মহলে। তার নিশ্চিত মৃত্যু হবে, সে কী আগে থেকে জানতো ! কারণ রায়হানের মৃত্যুর আগের স্ট্যাটাস বলে দিচ্ছে কী পরিমাণ বিষন্ন মন নিয়ে দিন যাপন করতো সে। এভাবে তার অকাল মৃত্যু কোনভাবে মেনে নিতে পারছি না পরিবার ও বন্ধুরমহল।

তার বন্ধুরা জানান, গত বছর রায়হান ভাগ্য পরিবর্তনের জন্য মালেয়শিয়ায় গিয়েছিলেন। সেখানে এক বছর থেকে কোন কিছু করতে পারেনি। ফিরে আসেন দেশে। কী কাজ করবে ভেবে পাচ্ছিলোনা। বেকার জীবন নিয়ে মানষিকভাবে ভেঙ্গে পড়েন রায়হান। বেশকিছু দিন ধরে হতাশা ও মানষিক যন্ত্রনায় ভুগছিলেন। পৃথিবীর মায়া ছেড়ে যে কোন সময় না ফেরার দেশে চলে যাবেন। পৃথিবীতে কোন ধরণের স্বাধীনতা নেই। নেই পরিবারেও। বন্ধু-বান্ধুবের কাছে দোয়া ও ক্ষমাও চেয়েছেন। এভাবে তার ওয়ালে মৃত্যুকে আলীঙ্গন করে স্ট্যাটাস দিয়েছেন রায়হান। রায়হানের জানা হয়ে গিয়েছিলো সে আর পৃথিবীর বুকে আর থাকবেনা! সেই স্ট্যাটাসটি এখন শুধুই স্মৃতি ! মৃত্যুর ৬০ঘন্টা ৩মি. আগের আলোচিত সেই স্ট্যাটাসটি,

“এখন থেকে পৃথিবীর মায়া ছেড়ে দিয়েছি।

যেকোন সময় আল্লাহ পাকের ইশরায়,

না ফেরার দেশে পাড়ি দিতে পারি।

জীবন হল ক্ষণস্থায়ী। জীবন দীর্ঘস্থায়ী নয়।

পৃথিবীতে স্বাধীনতা বলতে কিছুই নেই।

আমার ব্যক্তি জীবনে,

এখনো স্বাধীনতা পেলাম না।

পেলাম না একটা সুস্থ কথারও মূল্যায়ন।

যাক, এই সব কথা।(ফ্যামেলি ম্যাটার)

বলার মত ভাষাই হারিয়ে ফেলেছি।

বন্ধু-বান্ধব সবাই দোয়া করবেন।

চলার পথে কথাবার্তায়, আচার,

আচরনে কষ্ট দিয়ে থাকলে,ক্ষমা করবেন।

আল্লাহ হাফেজ।

গত ১৬ডিসেম্বর একটি যাত্রীবাহি চেয়ারকোচ ও ম্যাজিক গাড়ির মূখোমুখি সংঘর্ষে ৫যাত্রী নিহত হয়েছে। এসময় গুরুতর আহত হয়েছে ১০যাত্রী। নিহত পাচজনের মধ্যে আলী রিয়াজ রায়হানেরও মর্মান্তিক মৃত্যু হয়েছে। সে চকরিয়া পৌরসভা ৯নং ওয়ার্ডের পূর্বনিছপানখালী গ্রামের মাষ্টার মো: ইলিয়াছের ছেলে। ##

পাঠকের মতামত: