এম.জিয়াবুল হক, চকরিয়া ::
চকরিয়া উপজেলার সাহারবিল ইউনিয়নে চকরিয়া-পেকুয়া সংসদীয় আসনের জাতীয় সংসদ সদস্য হাজ্বী মো.ইলিয়াছ এমপি’র অনুদানে ২০টি শিক্ষা প্রতিষ্টানে সৌর বিদ্যুৎ সোলার বিতরণ করা হয়েছে।১২আগস্ট শনিবার দুপুর ১টার দিকে উপজেলার সাহারবিল ইউনিয়নের বাজারস্থ এ সোলার বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়।সাহারবিল ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মোছলেহ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্টিত সোলার বিতরণ
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা পরিষদের নারী প্যানেল চেয়ারম্যান ও জেলা মহিলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আসমাউল হুসনা। এতে বিশেষ অতিথি ছিলেন কক্সবাজার জেলা পরিষদের সদস্য ও জাতীয় পার্টির নেত্রী রেহেনা খানম রাহু,ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদকসহ জাতীয় পার্টির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।প্রধান অতিথি বক্তব্যে আসমাউল হুসনা বলেন,চকরিয়া-পেকুয়া জাতীয় সংসদ সদস্য ও জাতীয় পার্টির জেলা সভাপতি হাজ্বী মো.ইলিয়াছ নির্বাচিত হওয়ার পর থেকে এলাকার হতদরিদ্র,বঞ্চিত ও অবহেলিত মানুষের কল্যাণে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন।তিনি প্রত্যেক গ্রামে বিদ্যুৎ বিহীন জনগোষ্টিকে বিদ্যুৎতের সুফল পাওয়ার নিরীখে সৌর বিদ্যুৎতের সোলার কার্যক্রম প্রকল্প হাতে নেন।এরই আলোকে চলমান কার্যক্রমের অংশ হিসেবে এমপি বরাদ্ধ থেকে এ সোলার বিতরণ করা হচ্ছে।যাতে এলাকার কোন মানুষ বিদ্যুৎ বিহীন অন্ধকারে থাকতে না হয় সে জন্য এ প্রকল্প হাতে নেয়।এবং জাতীয় পার্টির মনোনীত প্রার্থী হাজ্বী ইলিয়াছ এমপিকে পুন:রায় নির্বাচিত করার আহ্বান জানান।##
পাঠকের মতামত: