ঢাকা,রোববার, ১৭ নভেম্বর ২০২৪

চকরিয়ায় মসজিদের পুকুর থেকে ভাসমান যুবকের লাশ উদ্ধার

এম.মনছুর আলম, চকরিয়া :

কক্সবাজারের চকরিয়ায় মসজিদের পুকুর থেকে মো.আবু ছৈয়দ (৪২) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।  ১৬ জানুয়ারী মঙ্গলবার সকাল ৯টার দিকে উপজেলার উপকূলীয় বদরখালীস্থ কেন্দ্রীয় জামে মসজিদের পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত যুবক আবু ছৈয়দ পাশ্বোক্ত মহেশখালী উপজেলার মাতারবাড়ী মনহাজির পাড়া এলাকার আমির হামজার পুত্র।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার ভোররাতে বদরখালী হেফজ খানা পড়ুয়া শিক্ষার্থীরা তাহাজ্জুদের নামার পড়ার জন্য ওজু করতে গেলে হেফজখানা সংলগ্ন মসজিদের পুকুরে একটি মৃতদেহ লাশ দেখতে পায়।  পুকুরে ভাসমান লাশ দেখতে পেয়ে স্থানীয় লোকজন বদরখালী ইউপি চেয়ারম্যান খাইরুল বশরকে তাৎক্ষনিক অবহিত করা হয়।

বদরখালী ইউপি চেয়ারম্যান খাইরুল বশর বলেন, মঙ্গলবার সকালে বদরখালীস্থ কেন্দ্রীয় জামে মসজিদের পুকুরে একটি ভাসমান লাশ ভেসে থাকতে দেখে বেশ কয়েকজন স্থানীয়রা আমাকে খবর দেয়।  লাশের খবর পেয়ে ঘটানাস্থলে এসে দেখি পুকুরে একটি লাশ ভাসছে। ঘটনাটি তাৎক্ষনিক ভাবে চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.বখতিয়ার উদ্দিন চৌধুরীরকে জানানো হয়।  পরে ঘটনাস্থলে পুলিশ পৌছে নিহত যুবকের লাশটি উদ্ধার করেন।এ সময় লাশের পাশে একটি জাতীয় পরিচয়পত্র পাওয়া যায়। এতে ধারণা করা হচ্ছে ওই পরিচয়পত্রটি নিহতের।

এ ব্যাপারে চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.বখতিয়ার উদ্দিন চৌধুরী কাছে জানতে চাইলে তিনি বলেন, বদরখালী ইউপি চেয়ারম্যান খাইরুল বশর সকালে মুঠোফোনে বদরখালীস্থ কেন্দ্রীয় জামে মসজিদের পুকুরে একটি ভাসমান লাশ দেখতে পেয়ে খবর দেয়। সংবাদ পেয়ে তাৎক্ষনিক ভাবে থানার এস আই জুয়েল চৌধুরীকে একদল পুলিশ নিয়ে ঘটনাস্থলে পাঠানো হয়।তবে কি কারণে তার মৃত্যু হয়েছে তা এখন পর্যন্ত জানা যায়নি। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।নিহতের শরীরে কোন আঘাতের চিহৃ পাওয়া যায়নি। তবে ময়নাতদন্ত রিপোর্ট না পাওয়া পর্যন্ত কি কারণে মারা গেছে তা এখনো বলতে পারছিনা।

পাঠকের মতামত: