ঢাকা,রোববার, ১৭ নভেম্বর ২০২৪

চকরিয়ায় ব্র্যাকের উদ্যোগে পুষ্টি ও পুষ্টিকনা বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত

ddবিশেষ প্রতিবেদক, চকরিয়া :::

ব্র্যাক চকরিয়া (সদর) শাখার উদ্যোগে পুষ্টি ও পুষ্টিকনা বিষয়ক ক্যাম্পেইন গত ২নভেম্বর বিকাল ৩টায় ফাসিয়াখালী রশিদ আহমদ চৌধুরী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। ফাসিয়াখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন সুরাজপুর-মানিকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিমুল হক আজিম, বরইতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জালাল আহমদ সিকদার, হারবাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিরানুল ইসলাম মিরান, এলাকার বিশিষ্ট রাজনীতিবীদ মো: শহিদুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন ব্র্যাকের জেলা প্রতিনিধি অজিত নন্দী, ব্র্যাক পুষ্টি প্রকল্পের জেলা ব্যবস্থাপক মো: জাহাঙ্গীর আলম। এদিন আলোচনা সভা, শিশুর পারিবারিক বাড়তি খাবারের উপর চমৎকার গণনাটক প্রদর্শন ও কুইজ প্রতিযোগিতার মাধ্যমে উপস্থিত দর্শকদের উদ্বৃদ্ধ করা হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, এলাকার মা-বোন ও বিভিন্ন শ্রেণি পেশার প্রায় দেড় হাজার লোকজন অংশ গ্রহণ করেন। বক্তারা তাদের বক্তব্যে, শিশুর বয়স ৭মাস হতে ৫বছর পযর্ন্ত সময়ে খাদ্যের সাথে পুষ্টিকনা মিশানোর গুরুত্ব ও প্রয়োজনীয়তা তুলে ধরেন। তারা বলেন, শিশুর শারিরীক ও মানষিক বৃদ্ধিতে পুষ্টিকর খাবার ও পুষ্টিকনার বিকল্প নাই। গণনাটক প্রদর্শন শেষে নাটকদল ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করেন। সভায় আরো উপস্থিত ছিলেন ব্র্যাক চকরিয়া উপজেলা ম্যানেজার মো: নাসির উদ্দিন, মো: মমতাজ উদ্দিন চৌধুরী, এবি ছিদ্দিক, নাটক দলের মো: মামুন, কর্মসূচী সংগঠক মো: ইব্রাহিম, শাখা হিসাব কর্মকর্তা মো: আবদুল করিম ও অন্যান্য ব্র্যাকের কর্মকর্তা-কর্মীবৃন্দ।

পাঠকের মতামত: