ঢাকা,শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪

চকরিয়ায় বিদ্যুতায়িত হয়ে গৃহবধুর মৃত্যু

চকরিয়া অফিস :
চকরিয়ায় বিদ্যুতায়িত হয়ে আয়েশা ছিদ্দিকা প্রকাশ পুতুনি (৩৫) নামের এক গৃহবধু মারা গেছে। আয়েশা ছিদ্দিকা পুতুনি উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের ৬নং ওয়ার্ডের কালু শাহ মাজারস্থ নুরুল কবিরের মেয়ে। নিহত গৃহবধু সন্তানের জননী। আজ শুক্রবার সকাল ১১ টার দিকে বাপের বাড়িতে বেড়াতে এসে এ দূর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, বেশ কয়েক মাস পূর্বে নিহত আয়েশার বাড়ির টিনের ছালের উপর দিয়ে পাশ্ববর্তী কবির আহম্মদ বিদ্যুতের তার টেনে নিয়ে যায়। এক পর্যায়ে শুক্রবার সকাল ১১ টার দিকে আয়েশাদের বাড়ির উপর দিয়ে টেনে নিয়ে যাওয়া বৈদ্যুতিক তারে পুরো বাড়ি বিদ্যুতায়িত হয়। এ সময় আয়েশা বাড়ির কাজ শেষে টিনে হেলান দিলে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলে মারা যায়। আয়েশা চার সন্তানের জননী। তার স্বামী প্রাসী বলে জানা গেছে। কৈয়ারবিল ইউপি চেয়ারম্যান মো.মক্কী ইকবাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পাঠকের মতামত: