ঢাকা,শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪

চকরিয়ায় বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে শিল্পী সমাজের উদ্যোগে ব্যতিক্রমী আয়োজন

Chakaria Picture 10-07-17এম.জিয়াবুল হক, চকরিয়া ::

মানুষ, মানুষের জন্য, এগিয়ে আসুন, ধন্য হোন, শিরোনামে চকরিয়ায় বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে এবার কক্সবাজার জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান জাহেদুল ইসলাম লিটু’র সহযোগিতায় চকরিয়া উপজেলা শিল্পী সমাজের উদ্যোগে ব্যতিক্রমী আয়োজন হাতে নেয়া হয়েছে। মঙ্গলবার সকালে চকরিয়া উপজেলা পরিষদস্থ জেলা পরিষদের ডাকবাংলোতে বন্যাদুর্গত মানুষের কল্যানে আয়োজন করা হয় চিত্র প্রদর্শনী, চিত্র বিক্রয় ও চিত্র কর্মশালা সপ্তাহ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চিত্র প্রদর্শনীর উদ্ভোধন করেন চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ আলম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাহেদুল ইসলাম, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান-৩ আসমাউল হুসনা, জেলা পরিষদের সদস্য অধ্যাপক সোলতান আহমদ, জেলা পরিষদের নারী সদস্য রেহেনা খানম রাহু, চকরিয়া উপজেলা সহকারি কমিশনার (ভুমি) মো.দিদারুল আলম, চকরিয়া থানার ওসি মো.বখতিয়ার উদ্দিন চৌধুরী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চকরিয়া শিল্পী সমাজের অন্যতম সংগঠক মাহাবুবুর রহমান চৌধুরী, ইমাম হোসেন, সাংবাদিক বিএম হাবিব উল্লাহ, চকরিয়া পৌরসভা আওয়ামীলীগ নেতা আমির হোসেন আমু প্রমুখ নেতৃবৃন্দ।

অনুষ্ঠানের উদ্যোক্তা কক্সবাজার জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও চকরিয়া পৌরসভা আওয়ামীলীগের সভাপতি জাহেদুল ইসলাম লিটু বলেন, বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে শিল্পী সমাজ ব্যতিক্রমী যে আয়োজনটি করেছে নিসন্দেহে এটি প্রশংসার দাবি রাখে। চিত্র প্রদর্শনী, চিত্র বিক্রির মাধ্যমে অর্জিত অর্থ শিল্পী সমাজ চকরিয়া উপজেলার বন্যাদুর্গত মানুষের জন্য ব্যয় করবে। আশা করি সুন্দর সমাজ বির্নিমানে ক্ষুদ্র এ ধরণের প্রচেষ্ঠায় সকলে সহযোগিতা করবে।

পাঠকের মতামত: