ঢাকা,শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪

চকরিয়ায় বন্যাদুর্গত তিনটি ইউনিয়নের হাজারো পরিবারের মাঝে জেলা পুলিশের ইফতার বিতরন

Chakaria Picture 16-06-2017চকরিয়ায় সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের দুর্গত পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করছেন জেলা পুলিশ সুপার ড.ইকবাল হোসেন।

এম.জিয়াবুল হক, চকরিয়া ::

চকরিয়ায় বন্যাদুর্গত তিনটি ইউনিয়নের হাজারো পরিবারের মাঝে জেলা পুলিশের ইফতার (খাবার) সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার বিকালে জেলা পুলিশ সুপার ড.একেএম ইকবাল হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলার লক্ষ্যারচর, কাকারা ও সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের বন্যাদুর্গত পরিবারের নারী-পুরুষের হাতে খাবার প্যাকেট বিতরণ করেন।

এদিন বিকালে সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের মাঝেরফাড়ির সেতুর ওপারে স্টেশনে উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ও উপজেলা কমিউনিটি পুলিশের সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান আজিমুল হক আজিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার ড.একেএম ইকবাল হোসেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা পুলিশ সুপার আফরুজুল হক টুটুল, চকরিয়া-পেকুয়া সদর সার্কেলের সহকারি পুলিশ সুপার কাজী মতিউল ইসলাম, চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.বখতিয়ার উদ্দিন চৌধুরী, কাকারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শওকত ওসমান, মুক্তিযোদ্ধা নজির আহমদ, আওয়ামীলীগের সাংস্কৃতিক সম্পাদক নুরুল আমিন। অনুষ্ঠানে তিনটি ইউনিয়ন পরিষদের সকল সদস্য, এলাকার সুধীজন ও আওয়ামীলীগ এবং সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জেলা পুলিশ সুপার ড.একেএম ইকবাল হোসেন বলেন, বাংলাদেশ পুলিশ প্রতিষ্ঠার পর থেকে জনগনের নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি সামাজিক ও মানবিক অনেক ধরণের কাজের সাথে জড়িত। তাই আমরা জেলা পুলিশের তরফ থেকে মানবিক কারনে পবিত্র রমজান মাসে চকরিয়া উপজেলার বন্যাদুর্গত এলাকার মানুষের পাশে দাঁড়াতে চেষ্ঠা করেছি। আশা করি সরকারের পাশাপাশি দেশের বিত্তবান লোকেরা দুর্গত জনপদের মানুষের পাশে থাকার জন্য সতেষ্ঠ হবেন।

চকরিয়া থানার ওসি মো.বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, সুধী সমাবেশের পরে উপজেলার তিনটি ইউনিয়নে আলাদা ভাবে এক হাজার পরিবারের মাঝে খাবার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা পুলিশ সুপার। #

পাঠকের মতামত: