চকরিয়ায় পল্লী বিদ্যুতের অব্যাহত লোড় শেড়িং, দুর্নীতি ও গ্রাহক হয়রানির প্রতিবাদে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১২ মে বিকাল ৫টায় উপজেলার হারবাং উচ্চবিদ্যালয় মাঠে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন হারবাং পল্লী বিদ্যুত গ্রাহক ফোরামের সভাপতি জাহেদ হোছাইন খান, পরিচালনা করেন গ্রাহক ফোরমের সম্পাদক মেহরাজ উদ্দিন মিরাজ। বক্তব্য রাখেন জাহানারা বেগম, ফিরোজ আহমদ বুলবুল, শফিউল আলম, মুজিবুর রহমান বাদশা, রফিকুল আহসান বুলবুল, গোলাম রাব্বানী পাভেল, মোসলেম উদ্দিন কবি, ওয়াসিম উদ্দিন ফারুখী, পরিমল বড়–য়া, তপন কুমার ধর প্রমুখ। সমাবেশে বক্তরা বলেছেন; পল্লী বিদ্যুতের কর্মকর্তা কর্মচারীদের দুর্নীতি, গ্রাহক হয়রানি ও সারাদিন লোড় শেড়িংয়ে এলাকার মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে। বক্তারা পল্লী বিদ্যুতের এ অবস্থা থেকে পরিত্রান পেতে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।
পাঠকের মতামত: