ঢাকা,শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪

চকরিয়ায় তিন দিনব্যাপি উন্নয়ন মেলার বর্ণাঢ্য র‌্যালি

 ckসোলতানা পারভীন, চকরিয়া ::::

“উন্নয়নের গণতন্ত্র, শেখ হাসিনার মূলমন্ত্র” এ স্লোগানকে সামনে রেখে চকরিয়ায় উপজেলা প্রশাসন চত্ত্বর হতে বের হয়েছে তিন দিনব্যাপি উন্নয়ন মেলার বর্ণাঢ্য র‌্যালি।

সোমবার সকাল ১১টায় উপজেলা চেয়ারম্যান জাফর আলম ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাহেদুল ইসলামের নেতৃত্বে র‌্যালিটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

পরে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত তিন দিনব্যাপি উন্নয়ন মেলার উদ্বোধন স্থল পৌর কমিউনিটি সেন্টার মাঠে মিলিত হয়।

এসময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সিরাজুল ইসলাম আজাদ, নারী ভাইস চেয়ারম্যান সাফিয়া বেগম শম্পা, চকরিয়া থানার ওসি জহিরুল ইসলাম খাঁন, উপজেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা মোহাম্মদ আবদুস সালাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ফাঁসিয়াখালী ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন চৌধুরী, জেলা পরিষদ সদস্য জাহেদুল ইসলাম লিটু, জেলা আওয়ামী লীগের সদস্য আমিনুর রশিদ দুলাল এবং উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দসহ উপজেলার বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত: