ঢাকা,শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪

চকরিয়ায় ছাত্রলীগের হামলায় দুই ছাত্রলীগ নেতা আহত

নিজস্ব প্রতিবেদক, চকরিয়া :

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চকরিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি আরিফের অনুসারীদের হামলায় দুই ছাত্রলীগের নেতা আহত হয়েছে। এতে ছাত্রলীগের নেতাকর্মীদের মাঝে চাপা ক্ষোভ বিরাজ করছে। আহতরা হলেন, উপজেলা ছাত্রলীগ নেতা হাবিব ও পৌরসভার ৩নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি জাওয়াদ। সোমবার বিকাল সাড়ে ৫টার দিকে চকরিয়া শপিং কমপ্লেক্সের সামনে এ হামলার ঘটনা ঘটে। জানা গেছে, গত মাসে ২৬ মার্চ স্বাধীনতা দিবসের রাতে শহীদ মিনারে ফুল দেওয়ার বিষয় নিয়ে উপজেলা ছাত্রলীগের সভাপতি আরিফুল ইসলাম চৌধুরী আরিফের এক অনুসারীর সাথে পৌরসভার ৩নং ওয়ার্ডের সভাপতি জাওয়াতের সাথে কথা কাটাকাটি হয়। এর জের ধরে সোমবার চকরিয়া পৌরসভা ছাত্রলীগের নবগঠিত কমিটির প্রথম মোটরসাইকেল শোভাযাত্রা শেষে বাড়ি ফেরার পথে মোটর সাইকেল গতিরোধ করে ছাত্রলীগে অনুপ্রবেশকারী কয়েকজন ক্যাডার তাদের হামলা করে। এসময় জাওয়াদকে উদ্ধার করতে গেলে ক্যাডাররা ছাত্রলীগ নেতা হাবিবের উপরও হামলা চালায়। এতে তাঁরা গুরুতর জখম হয়। পরে স্থানীয়রা হাবিব ও জাওয়াদকে উদ্ধার করে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে যায়। হামলায় আহত ৩নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি জাওয়াদ অভিযোগ করেন, আমি লামার চিরিংগা থেকে বাড়ি ফেরার পথে মোটর সাইকেল গতিরোধ করে উপজেলা ছাত্রলীগের সভাপতির অনুসারীর কয়েকজন ছাত্রলীগ নামধারী আমাদের উপর হামলা করে। এসময় লাঠি দিয়ে তারা আমাদের উপর মারধর করে। পরে আশপাশের লোকজন এগিয়ে এলে তারা পালিয়ে যায়। এব্যাপারে বক্তব্য নিতে চকরিয়া ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন মিটু মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, কিছু সাবেক ছাত্রদলের ক্যাডার ছাত্রলীগে প্রবেশ করে সংগঠনের সুনাম নষ্ট করছে। তারা ছাত্রলীগের দুইজন সক্রিয় কর্মীকে হামলা করে। দলের সুনাম নষ্ট কারীদের স্থান ছাত্রলীগে হবে না। এতে নিউজ করার কিছু নেই। জানতে চাইলে উপজেলা ছাত্রলীগের সভাপতি আরিফুল ইসলাম চৌধুরী আরিফ বলেন, এই রকম কোন ঘটনা ঘটেনি। তাদের মধ্যে সামান্য ভূল বুঝাবুঝি মাত্র। এতে একটি গ্রুপ এটিকে রাজনৈতিক রুপ নিতে ঘটনাকে ভিন্নখাকে প্রবাহিত করছে।

পাঠকের মতামত: