মো: সাইফুল ইসলাম খোকন ::
চকরিয়ায় কয়েকদিন ধরে চালের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এতে করে সাধারণ লোকজনের ক্রয়ক্ষমতার বাইরে চলে যেতে পারে। গত ২ সাপ্তাহ ব্যবধানে প্রতিবস্তা প্রতি বেড়েছে ২’শ টাকার অধিক। আগামীতে চালের দাম আরো বৃদ্ধি পেতে পারে। গতকাল চকরিয়া পৌর শহরের বিভিন্ন দোকান ঘুরে দেখা গেছে চালের দামের উর্ধ্বগতি অবস্থা নিরশন করতে দ্রুত বাজার মনিটরিং জরুরী হয়ে পড়েছে। হঠাৎ চালের দাম বৃদ্ধি পাওয়ায় কারণে বিপাকে পড়েছে সাধারণ খুচরা বিক্রেতা ও ক্রেতারা। এক দিনের ব্যবধানে চালের প্রতি বস্তায় বৃদ্ধি পেয়েছে ২৫০-৩০০ টাকা করে। যার ফলে খুচরা বিক্রেতাদের সাথে ক্রেতাদের বাকবিতন্ডা চলছে সর্বত্র।
অনেক বিক্রেতারা জানিয়েছে, নতুন পাল একনো আসেনি। পুরাতন চালের দাম বৃদ্ধির কারণে এ অবস্থা সৃষ্টি হয়েছে। নতুন চাল না আসা পর্যন্ত চালের দাম আরো বাড়তে পারে।
হঠাৎ করে চালের দাম বৃদ্ধিতে উদ্বিগ্ন হয়ে পড়েছেন ক্রেতা বিক্রেতারা। বস্তা প্রতি চালের দাম বৃদ্ধি পাওয়ায় খুচরা বাজারে প্রতি কেজি চালের মূল্য বৃদ্ধি পেয়েছে ৫ থেকে ৮ টাকা করে। এতে চরম দূর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ।
চকরিয়া উপজেলার কয়েক জন পাইকারী বিক্রয়কারী প্রতিষ্টান সুত্রে জানা গেছে, চটের বস্তার অজুহাতে দিনাজপুর, রংপুর, বগুড়াসহ বিভিন্ন স্থান অতিরিক্ত দাম দিয়ে চাল কিনে আনতে হচ্ছে। এতে করে সব কিছু মিলিয়ে চালের দাম বাড়ানো হয়েছে।
চকরিয়া পৌরসভার ব্যবসায়ী কবির হোসেন জানায়, চটের একটি বস্তার বাজার মূল্য ২০ টাকা, কিন্তু বস্তা প্রতি বাড়ানো হয়েছে সর্বোচ্চ ২০০ টাকা দরে। এতে চকরিয়া উপজেলার পাইকারি ব্যবসায়িদের কোন হাত নেই। কিন্তু বিভ্রান্তি ছড়ানো হচ্ছে পাইকারি ব্যবসায়িদের বিরুদ্ধে। হঠাৎ চালের দাম বৃদ্ধিতে ক্রেতারা যেমন সমস্যায় পড়ছে ঠিক আমাদের সমস্যায় পড়তে হচ্ছে।
ডুলাহাজারার খুচরা ব্যবসায়ি আবদুল আজিজ জানিয়েছন, একদিনে প্রতিকেজি চালের মূল্য ৫-৭ টাকা করে বৃদ্ধি পাওয়ায় ক্রেতারা বিস্মিত হয়েছেন। অনেকেই চাল ক্রয় না করেই ফিরে গেছেন। কোন যৌক্তিক কারণ ছাড়া চালের মূল্য বৃদ্ধি পাওয়ায় ক্রেতারা আমাদের উপর ক্ষিপ্ত হচ্ছেন। পাইকাররি ব্যবসায়িরা মূল্য বাড়িয়ে দেওয়ায় আমাদের মূল্য বাড়াতে হচ্ছে।
মানিকপুর বাজারের ক্রেতা মোহাম্মদ সাইফুল কবির জানিয়েছেন, হঠাৎ মূল্য বৃদ্ধির কারণে আমাদের বিপাকে পড়তে হচ্ছে। আমাদের বাজেটের সাথে সামঞ্জস্য হচ্ছে না এই মূল্য বৃদ্ধি। আমরা চাই প্রশাসন পাইকারী বাজার তদারকি করলে এ পরিস্থিতি নিয়ন্ত্রণে আসতে পারে।
অনেকে দাবী করছে, ধান চাষ বন্ধ ও বেশ কিছূ অনাবাদী জায়গাকে চাষাবাদে উন্নত না করার কারলে এবং বিভিন্ন ফসলের চাষের কারণে ধান চাষ কমে যাওয়ায় চাল সংকট ও মূল্য বৃদ্ধি পাচ্ছে।
সচেতন মহল মনে করেন যে হারে চালের দাব বৃদ্ধি পাচ্ছে, এতে করে প্রতি কেজি সাধারণ চালের মূল্য ৫০ টাকা থেকে ৫৫ টাকা পর্যন্ত পৌছতে পারে। সরকার চালের মূল্য কমিয়ে না আনলে সাধারণ লোকজনকে চরম মূল্য দিতে হবে।
এ ব্যাপারে চালের বাজারে দ্রুত প্রশাসনের মনিটরিং টিম দিয়ে তদারকী করা না হলে জনগনের কষ্টের দূভোর্গ সরকারের বে কায়দায় পড়তে পারে।
প্রকাশ:
২০১৭-০২-১৬ ১৪:৩১:১৭
আপডেট:২০১৭-০২-১৬ ১৪:৩১:১৭
- কুতুবদিয়ায় গর্তে ১০ লক্ষ মণ পুরাতন লবন,লোকসানের শংকা চাষীরা
- চকরিয়া আসছেন চরমোনাই পীর মুফতি রেজাউল করিম
- চকরিয়ায় দুই বেকারি-সহ ম্যানেজারদেরকে এক লাখ টাকা জরিমানা
- উত্তপ্ত রামু সরকারি কলেজ: অধ্যক্ষ মুজিবের অপসারনের দাবিতে কার্যালয় ও প্রশাসনিক ভবনে তালা
- বাড়ি ফিরেছে কুতুবদিয়ার অপহৃত ১৯ জেলে
- চকরিয়ার সাবেক এমপি জাফর আলম, সালাহউদ্দিনসহ আওয়ামী লীগের ৭৩৬ জন আসামী
- চকরিয়ায় কাস্টমার নিয়ে বাকবিতন্ডা হোটেল মালিককে পিটিয়ে জখম
- চকরিয়ায় মেধাকচ্ছপিয়া জাতীয় উদ্যানের লেক থেকে অজ্ঞাত মরদেহ উদ্ধার
- চকরিয়া সদরের বক্স রোড সম্প্রসারণ কাজে ব্যাপক অনিয়ম ও দূর্নীতির অভিযোগ
- চকরিয়ার রশিদ আহমদ চৌধুরী উচ্চ বিদ্যালয় : কোটি টাকা লোপাটের অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে
- চকরিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ২টি ডাম্পার ও স্কেভেটর জব্দ
- চকরিয়া সদরের বক্স রোড সম্প্রসারণ কাজে ব্যাপক অনিয়ম ও দূর্নীতির অভিযোগ
- বহিরাগতদের নিয়ে কলেজে গেলেন পদত্যাগ করা বিতর্কিত অধ্যক্ষ মুজিবুল আলম
- চকরয়ার ঠিকাদার মিজান গ্রেফতার, কোটি টাকার ঋণের জেল-জরিমানার দায়ে
- চকরিয়ার রশিদ আহমদ চৌধুরী উচ্চ বিদ্যালয় : কোটি টাকা লোপাটের অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে
- চকরিয়ার সাবেক এমপি জাফর আলম, সালাহউদ্দিনসহ আওয়ামী লীগের ৭৩৬ জন আসামী
- কক্সবাজার আবাসিক হোটেলে ৭০ ইউপি সদস্যের ‘গোপন বৈঠক’, আটক ১৯
- রামুতে ট্রেনে কাটা পড়ে মোটর সাইকেল আরোহী দুই যুবকের মর্মান্তিক মৃত্যু
- উত্তপ্ত রামু সরকারি কলেজ: অধ্যক্ষ মুজিবের অপসারনের দাবিতে কার্যালয় ও প্রশাসনিক ভবনে তালা
- চকরিয়া আসছেন চরমোনাই পীর মুফতি রেজাউল করিম
- চকরিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ২টি ডাম্পার ও স্কেভেটর জব্দ
- চকরিয়া পৌরএলাকার তরছপাড়ায় অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন
পাঠকের মতামত: