ঢাকা,সোমবার, ১৮ নভেম্বর ২০২৪

চকরিয়ায় ক্রীড়া মন্ত্রনালয়ের উদ্যোগে গ্রামীণ প্রতিযোগিতার পুরস্কার বিতরনী সভা

চকরিয়ায় গ্রামীণ প্রতিযোগিতার পুরস্কার বিতরন অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন আলহাজ ফজলুল করিম সাঈদী।
এম.জিয়াবুল হক, চকরিয়া ::
যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের অনুমোদিত ক্রীড়া অধিদপ্তরের আয়োজনে বার্ষিক ক্রীড়া কর্মসূচীর ২০১৭-১৮ সালে চকরিয়া উপজেলার গ্রামীণ ক্রীড়া প্রতিযোগীতার উদ্বোধন পরবর্তী পুরস্কার বিতরনী সভা অনুষ্ঠিত হয়েছে। ৩ এপ্রিল ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট খ্রীষ্টান হাসপাতাল মাঠে অনুষ্টিত ১১টি ইভেন্টে অনুষ্ঠিত খেলায় উপজেলার অন্তত ১৫টি বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা অংশ নেন।
অনুষ্ঠিত গ্রামীণ প্রতিযোগিতার পুরস্কার বিতরণে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার জেলা ফুটবল ফেডারেশনের (ডিএফও) সভাপতি, চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আলহাজ ফজলুল করিম সাঈদী।
ডুলাহাজারা কলেজের অধ্যক্ষ আলহাজ ফরিদ উদ্দিন চৌধুরী অনুষ্ঠানে সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কক্সবাজার জেলা ক্রীড়া অফিসার সেলিম ভুইঞা, মালুমঘাট মেমোরিয়াল স্কুলের প্রধান শিক্ষক রুনেদ্র কান্তি দাশ, ডুলাহাজারা কলেজের ক্রীড়া শিক্ষক আবুল কাশেম, মালুমঘাট আইডিয়াল স্কুলের ক্রীড়া শিক্ষক বিবেক চন্দ্র, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সাজ্জাদ হোসেন। অনুষ্ঠানে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি ফজলুল করিম সাঈদী।
অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা ফুটবল ফেডারেশনের সভাপতি আলহাজ ফজলুল করিম সাঈদী বলেছেন, জননেত্রী শেখ হাসিনা সরকার দেশের প্রতিটি জনপদে ক্রীড়াঙ্গনকে ঢেলে সাজাতে কাজ করে যাচ্ছেন। যাতে আগামী প্রজন্মের শিক্ষার্থীরা লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার মাধ্যমে মেধার বিকাশ ঘটাতে পারে। ইতোমধ্যে সরকার দেশের প্রতিটি উপজেলায় একটি করে শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণ করে দিচ্ছে। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে খেলার সামগ্রী দিচ্ছে। তিনি বলেন, দেশে সর্বপ্রথম কোমলমতি শিক্ষার্থীদেরকে খেলাধুলার প্রতি আকৃষ্ট করতে শেখ হাসিনা সরকার বঙ্গবন্ধু-বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট চালু করেছে। যার মাধ্যমে দেশের সকল প্রাথমিকস্তরের শিক্ষার্থীরা আজ অসাধারণ নৈপুন্য দেখিয়ে দেশসেরা হচ্ছে। ইতোমধ্যে কক্সবাজার জেলার পেকুয়া জনপদের ক্ষুদে শিক্ষার্থীরা এবারসহ তিনবার দেশসেরা হয়েছে। এই অর্জন আমাদেরকে ধরে রাখতে হবে। সেইজন্য গ্রামীণ জনপদের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে খেলাধুলার প্রচলন আরো বাড়াতে হবে।

পাঠকের মতামত: