ঢাকা,শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪

চকরিয়ায় করোনা সংক্রমণে কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী পৌছে দিলেন ইউএনও শিবলী নোমান

এম.জিয়াবুল হক, চকরিয়া ::  প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে কক্সবাজারের জেলা প্রশাসক মো.কামাল হোসেনের তত্তাবধানে করোনা ভাইরাসের সংক্রমণের প্রভাবে কর্মহীন হয়ে পড়া গরীব ও অচ্ছল মানুষের ঘরে ঘরে গিয়ে খাদ্য সামগ্রী পৌছে দিচ্ছেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা( ইউএনও) নুরুদ্দিন মুহাম্মদ শিবলী নোমান। তিনি সোমবার ৩০ মার্চ সকালে চকরিয়া উপজেলার সাহারবিল ইউনিয়নে উপস্থিত হয়ে কর্মহীন পরিবার দেখে দেখে তাদের ঘরে সরকারি বরাদ্দের আওতায় প্রাপ্ত খাদ্য সামগ্রী বিতরণ করেছেন।

সাহারবিল ইউনিয়নে গরীব ও অচ্ছল পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন সাহারবিলের চেয়ারম্যান ও মাতামুহুরী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মহসিন বাবুল, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আবদুল কাদের মেম্বার, সাধারণ সম্পাদক প্যানেল চেয়ারম্যান এনামুল হক এনাম। এছাড়াও ইউনিয়ন পরিষদের সকল সদস্য, ইউপি সচিব, আওয়ামীলীগ সহযোগি সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সাহারবিল ইউপি চেয়ারম্যান মহসিন বাবুল বলেন, সরকারি নির্দেশনার আলোকে এদিন সাহারবিল ইউনিয়নের ৯৫টি গরীব ও অচ্ছল পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

বিতরণ অনুষ্ঠানে ইউএনও শিবলী নোমান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষনা মোতাবেক কক্সবাজারের জেলা প্রশাসক মো.কামাল হোসেন মহোদয়ের পক্ষথেকে করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া চকরিয়া উপজেলার প্রতিটি ইউনিয়নের সকল গরীব পরিবারের ঘরে ঘরে ত্রাণ খাবার পৌঁছিয়ে দেয়া হবে। কাউকে ঘর থেকে বের হতে হবে না। সরকারিভাবে পর্যাপ্ত খাবার মজুদ রয়েছে। যতোদিন পরিস্থিতি স্বাভাবিক হবে না এই কার্যক্রম চলমান থাকবে।

পাঠকের মতামত: