চকরিয়ার কৈয়ারবিল ইউপি চেয়ারম্যানের নেতৃত্বে অসহায় কৃষকের জমি দখল করতে গিয়ে জনতার প্রতিরোধে মুখে পালিয়ে গেছে। ওইসময় তাদের রেখে যাওয়া বাঁশ, গাছ ও খুটি নদীতে ফেলে দিয়েছে। সোমবার গভীর রাতে উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের হাছিম্মারকাটা এঘটনা ঘটে। এদিকে পূনরায় জমি দখল করতে মরিয়া হয়ে উঠেছে ইউপি চেয়ারম্যান মক্কী ইকবাল। যে কোন ভাবে দখলের চেষ্ঠা করায় আতঙ্কগ্রস্থ হয়ে পড়েছে কৃষক আবদুল কাদেরের পরিবার।
কৃষক আবদুল কাদের জানান, বরইতলী মৌজায় পৈত্রিক পাওয়া ৪০শতক জমি রয়েছে। ওই জমি কয়েক যুগ ধরে তার পরিবার ভোগ দখল ও চাষাবাদ করে আসছে। সেখানে ধান চাষ করা হয়। গত ছয় মাস পূর্বে আনোয়ার হোসেন (৩৫) একই এলাকার আবদুর রশিদ গং থেকে জমি ক্রয় করেন। কিন্তু আনোয়ার হোসেন আবদুর রশিদ গংয়ের জমি দখল না নিয়ে তাদের পৈত্রিক জমি দখল করতে চেষ্ঠা করে। এবিষয়ে আদালতে মামলাও রয়েছে। গত মঙ্গলবার গভীর রাতে আনোয়ার হোসেনের কাছ থেকে আর্থিক সুবিধা নিয়ে কৈয়ারবিল ইউপি চেয়ারম্যান মক্কী ইকবাল, স্থানীয় বিএনপি নেতা সেলিম ও আরিফের নেতৃত্বে অর্ধশতাধিক লাঠিয়াল জোরপূর্বকভাবে জমি দখল করতে যায়। ওইসময় নারী-পুরুষের প্রতিরোধের মুখে তারা পালিয়ে যায়। কিন্তু প্রতিরোধের মুখে পালিয়ে গেলেও তার লোকজন বিভিন্নভাবে ভয় দেখিয়ে জারপূর্বক দখলের চেষ্ঠা করছে বলে জানান ভুক্তভোগী। ইউপি চেয়ারম্যান পূনরায় দখল করবে বলে হাকাবকা করছে। গতকাল বুধবার আশপাশ এলাকায় ইউপি চেয়ারম্যানের লাঠিয়াল বাহিনী জমি দখলের জন্য অবৈধ অস্ত্রের মহড়া দিয়েছেন। যে কোন মুহুর্তে তার জমি দখল করতে পারে বলে আশঙ্কা করছেন কৃষক আবদুল কাদের। এব্যাপারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।
পাঠকের মতামত: