ঢাকা,শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪

চকরিয়ায় আলোচিত কলেজ ছাত্র মোরশেদ হত্যাকান্ডের মূলহোতা মুছা কাক্কা গ্রেফতার

grepএম.জিয়াবুল হক, চকরিয়া :::

চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের কলেজ ছাত্র মোরশেদ হত্যা মামলার প্রধান আসামি মোহাম্মদ সোহেল ওরফে মুছা কাক্কাকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (২৭মার্চ) রাত ৮টার দিকে চট্টগ্রামের নতুন ব্রীজ এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কক্সবাজার শাখার এসআই মো. শাহেদুল্লাহ পুলিশের একটিদল তাকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত মুছা কাক্কা চকরিয়া উপজেলার বরইতলি ইউনিয়নের পাহাড়তলি এলাকার নুর“ছ ছফা প্রকাশ বাঘার ছেলে।

অভিযানের সত্যতা নিশ্চিত করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কক্সবাজার শাখার এসআই ও মামলার তদন্ত কর্মকর্তা মো. শাহেদুল্লাহ বলেন, গত বছরের ০৩ মার্চ কলেজ ছাত্র মোরশেদকে জবাই করে হত্যা করে দুর্বৃত্তরা। এঘটনায় চকরিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন নিহতের পরিবার।

তিনি বলেন, মামলাটি প্রথমে চকরিয়া থানা পুলিশ তদন্ত করলেও পরে প্রায় ছয় মাস আগে তদন্তের দায়িত্ববার আসে আমাদের হাতে। তদন্তের শুরুতে আমরা হত্যাকান্ডের মূল পরিকল্পনাকারী ও সহযোগীকে আটক করতে সক্ষম হই। সর্বশেষ মামলার মূল আসামী মো. সোহেল ওরফে মুছা কাক্কাকেও গ্রেফতার করতে সক্ষম হই। মঙ্গলবার গ্রেফতারকৃত মুছা কাক্কা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হত্যাকান্ডের ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে ১৬৪ধারায় জবানবন্দি দিয়েছেন। #

পাঠকের মতামত: