ঢাকা,রোববার, ১৭ নভেম্বর ২০২৪

চকরিয়ায় অনেকদিন পর সিএনজি ষ্টেশন মাদার চালু, গাড়ী মালিক-শ্রমিকরা আনন্দিত

ssজহিরুল আলম সাগর, চকরিয়া ::

চট্টগ্রাম গিয়ে গ্যাস ব্যবহৃত গাড়ীকে গ্যাস সংগ্রহে আর চট্টগ্রাম যেতে হবেনা। অবশেষে গতকাল ২১অক্টোবর বিকাল সাড়ে ৩টায় চকরিয়া কলেজের টেক চৌরাস্তার মোড়ে স্থাপিত করা হয়েছে হাজী সরওয়ার সিএনজি ষ্টেশন মাদার ও চকরিয়া মোবাইল সিএনজি ডটার ফিলিং ষ্টেশন। বঙ্গবন্ধু কন্যা প্রধানমনত্রী জননেত্রী শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী কক্সবাজারকে আধুনিক ও মানসম্মত ডিজিটাল জেলায় রূপান্তরিত করতে নেত্রীর বিশ^স্থ ও আস্থার প্রতীক কক্সবাজার জেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক বিশিষ্ট শিল্পপতি সালাহউদ্দিন আহমদ সিআইপি’র মালিকানাধীন উক্ত সিএনজি ষ্টেশন চালু হওয়ায় উন্নয়নের দ্বার আরো একধাপ এগিয়ে গেল। এদিন আয়োজিত মিলাদ মাহফিলে সভাপতিত্ব করেন আমজাদিয়া ফাজিল মাদরাসার প্রভাষক ও ছিকলঘাট কেন্দ্রী জামে মসিজদের খতিব মাওলানা আকম ছাদেক হোসেন। এসময় বিভিন্ন মসজিদের খতিব ও ওলামায়ে কেরামগন সহ এলাকার গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। উপস্থিত লোকজন সকলেই সিএনজি গ্যাস ষ্টেশনের সহযোগিতায় এগিয়ে আসার আশ^াস দেন। হাজী সরওয়ার সিএনজি ষ্টেশন ম্যানেজার মো: হানিফ সকলকে ধন্যবাদ জানান।

পাঠকের মতামত: