ঢাকা,শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪

চকরিয়া পৌরসভার ৪৪ কোটি ৩১ লাখ ৫০ হাজার টাকার বাজেট ঘোষণা

নিজস্ব প্রতিবেদক, চকরিয়া ::

চকরিয়া পৌরসভার ২০১৮–১৯ অর্থবছরের ৪৪ কোটি ৩১ লাখ ৫০ হাজার টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।নতুন করারোপ ছাড়াই এ বাজেট ঘোষণা করা হয়। গত (বৃহস্পতিবার) বিকালে বাজেট পেশ করেন পৌরসভারহিসাবরক্ষণ কর্মকর্তা  মো. সাফায়াত হোসেন ও সচিব মাসউদ মোরশেদ। ১৯৯৪ সালে চকরিয়া পৌরসভা প্রতিষ্ঠারপর এবারের বাজেটই সর্বোচ্চ।

পৌরসভার সচিব মাসউদ মোরশেদ বলেন, চকরিয়া পৌরসভায় পৌর কর্তৃপক্ষ ছাড়াও এলজিইডি, জনস্বাস্থ্যপ্রকৌশল, পাউবোসহ সরকারের বিভিন্ন দপ্তর থেকে অন্তত ৩ শত কোটি টাকার উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন কার্যক্রমচলমান রয়েছে।
বাজেট নিয়ে পৌরসভার মেয়র মো. আলমগীর চৌধুরী বলেন, লক্ষাধিক জনসংখ্যা অধ্যুষিত ১৫ দশমিক ৪৩বর্গকিলোমিটার আয়তনের চকরিয়া পৌরসভার ৯টি ওয়ার্ডে রাস্তাঘাট, ড্রেন নির্মাণসহ অবকাটামোগত উন্নয়নেরউপর জোর দেয়া হয়েছে বাজেটে। এছাড়া বাজেটে দারিদ্র বিমোচন, তথ্যপ্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য, খেলাধুলা, যানজটনিরসন, জলাবদ্ধতা দূরীকরণ, বর্জ্য ব্যবস্থানার সংস্কার ও রাস্তায় বাতি স্থাপনে বিশেষ বরাদ্দ রাখা হয়েছে। এইবাজেটে সবচেয়ে বেশি আয়ের খাত দেখানো হয়েছে মিউনিসিপ্যাল গভর্নেন্স সার্ভিসেস প্রজেক্ট (এমজিএসপি) থেকে৩৩ কোটি টাকার বেশি। দ্বিতীয় সর্বোচ্চ রাজস্ব খাত থেকে কোট ৭২ লাখ টাকা সম্ভাব্য আয় দেখানো হয়েছে।এছাড়া এলজিইডি’র গুরুত্বপূর্ণ শহর অবকাটামো উন্নয়ন প্রকল্প থেকে ৩৪ কোটি, জনস্বাস্থ্য বিভাগ থেকে ৩ কোটি টাকা সম্ভাব্য আয় দেখানো হয়েছে। মেয়র আলমগীর চৌধুরী আরো বলেন, নতুন অর্থ বছরে চকরিয়া পৌরসভাকেমডেল পৌরসভায় রুপান্তর করার লক্ষ্যে আপ্রাণ চেষ্টা চালানো হবে। তাই অবকাটামো, নালা–নর্দমা, রাস্তা,কালভার্টনির্মাণকে অত্যাধিক গুরুত্ব দেয়া হয়েছে। এই পৌরসভায় প্রায় ৫০হাজার ভোটার রয়েছে। প্রথম শ্রেণীর এইপৌরসভার বিপুল ভোটারের নাগরিক সেবা নিশ্চিত করা হবে যেকোন উপায়ে। এই চেষ্টা সফল হলে আগামীজাতীয় নির্বাচনে চকরিয়া–পেকুয়া আসনে নৌকার প্রার্থীর বিজয়ে সহায়ক ভূমিকা পালন করবে পৌরসভার ভোটাররা।

পাঠকের মতামত: