ঢাকা,সোমবার, ২০ জানুয়ারী ২০২৫

চকরিয়া-পেকুয়া আসনের এমপি ইলিয়াছ ১০দিনের সরকারি সফরে বিদেশ গেছেন

এম.জিয়াবুল হক, চকরিয়া :::mp elias

১০দিনের সরকারি সফরে বিদেশ গেছেন চকরিয়া-পেকুয়া (কক্সবাজার-১) আসনের সংসদ সদস্য এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রানালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য হাজি মোহাম্মদ ইলিয়াছ। গত ১৯ এপ্রিল রাজধানী ঢাকাস্থ শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে সফরকারী দেশ লাউঞ্জ, কলম্বিয়া ও ভিয়েতনামের উদ্দেশ্যে প্রতিনিধি দলের সাথে রওয়ানা দিয়েছেন। এমপি ইলিয়াছের ব্যক্তিগত সহকারি মো.নাজেম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রানালয়ের শিক্ষাক্রম বিষয়ক একাধিক সেমিনারে অংশ নিতে এমপি ইলিয়াছ ছাড়াও মন্ত্রানালয়ের অধীনে একটি প্রতিনিধিদল তিনটি দেশ সফর করবে। এদিকে সময়ের সল্পতার কারনে চকরিয়া-পেকুয়া উপজেলার প্রশাসনের কর্মকর্তা, সকলস্থরের জনপ্রতিনিধি, সুধীমহল ও নিকট আত্মীয় স্বজনের সাথে সাক্ষাত না হওয়ায় এমপি ইলিয়াছ সকলের প্রতি দু:খ প্রকাশ করেছেন। একই সাথে তিনি ১০দিনের সরকারি সফর শেষে সুস্থভাবে দেশে ফেরত আসতে পারে সেইজন্য চকরিয়া-পেকুয়াবাসিসহ শুভানুধায়ী সকলের কাছে দোয়া কামনা করেছেন। #

পাঠকের মতামত: