এম.জিয়াবুল হক, চকরিয়া ::
চকরিয়া এডুকেয়ার ফাউন্ডেশনের ১৮তম বার্ষিক সাধারণ সভা ৬ অক্টোবর রোজ শুক্রবার সকাল ১০ ঘটিকায় অধ্যাপক চৌধুরী মোহাম্মদ আজম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাকিম মাওলানা মনজুর কাদের বাবুল।
সভায় উপস্থিত সদস্যগণ ফাউন্ডেশন পরিচালিত চকরিয়া গ্রামার স্কুলের একাডেমিক মান উন্নয়নের ব্যাপারে বিশদ আলোচনা করেন। সভার তৃতীয় অধিবেশনে নির্বাচন কমিশনার ফাউন্ডেশনের স্থায়ী সদস্য আলহাজ্ব হাফেজ মোহাম্মদ আমান উল্লাহ ও অধ্যাপক মোহাম্মদ হারুনুর রশীদের পরিচলনায় দশম দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়।
সদস্যদের গোপন ভোটের মাধ্যমে আগামী দুই বছরের জন্য ১১ সদস্যের কার্যনির্বাহী পরিষদ গঠিত হয়। নির্বাচিত কর্মকর্তাগণ হচ্ছেন, অধ্যাপক মোহাম্মদ রুহুল আমিন সভাপতি, আলহাজ্ব আনোয়ার হোছাইন সহ-সভাপতি, অধ্যাপক মোহাম্মদ হারুনুর রশীদ সাধারণর সম্পাদক, আলহাজ্ব এম.ফরিদ উদ্দীন কোষাধ্যক্ষ, অধ্যাপক চৌধুরী মোহাম্মদ আজম খান, আলহাজ্ব নজরুল ইসলাম, নাছির উদ্দীন, অধ্যাপক চৌধুরী আব্দুল হালিম, অধ্যাপক বশির আহমদ, আলহাজ্ব নবী হোছাইন,ও হাকিম মাওলানা মনজুরুল কাদের বাবুল নির্বাহী সদস্য। নির্বাচন কমিশনার আলহাজ্ব হাফেজ মোহাম্মদ আমান উল্লাহ নির্বাচিত কমিটির সফলতা কামনা করে মোনাজাত পরিচালনা করেন এবং সভাপতি সবাইকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।##
পাঠকের মতামত: