ঢাকা,সোমবার, ১১ নভেম্বর ২০২৪

খুটাখালী বাজারে দূর্ধষ ডাকাতি, ৫ লক্ষাধিক টাকার মালামাল লুট

dakati..সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার ::

চকরিয়া উপজেলার খুটাখালী বাজারে দূর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। এসময় ডাকাতরা দোকানের তালা ভেঙ্গে লুট করে নিয়ে গেছে নগদ টাকাসহ প্রায় ৫ লক্ষাধিক টাকার মালামাল। বৃহস্পতিবার গভীর রাতে বাজারের হাফেজখানা সড়কস্থ ভাইভাই নিউ মার্কেটের মিশকাত এন্ড ব্রাদাস নামের দোকানে ঘটে এ ঘটনা। ডাকাতরা দোকানের ৪টি তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে ক্যাশে রক্ষিত ২ লক্ষ ৭০ হাজার টাকা, ১৫ কাটুন সোয়াবিন তেল ও ব্যানসন-গোল্ডলিপ সিগারেট লুট করেন। দোকান মালিক বদিউল আলম বকুল সওদাগর জানান, প্রতিদিনের ন্যায় বৃহস্পতিবার রাত ১০ টার সময় তিনি ও তার কর্মচারীরা দোকান বন্ধ করে বাড়িতে চলে যায়। এ সুযোগে গভির রাতে সঙ্গবদ্ধ ডাকাতদল দোকানে হামলা চালিয়ে মালামাল লুট করেন। খবর পেয়ে শুক্রবার ভোর সাড়ে ৬ টার সময় তিনি দোকানে এসে তালা ভাঙ্গা ও মালামাল তছনছ দেখতে পায়। তাৎক্ষনিক বিষয়টি খুটাখালী বাজার পরিচালনা কমিটিকে অবহিত করা হলে তারা ঘটনাস্থল পরিদর্শণ করে খতিয়ে দেখবেন বলে আশ্বস্থ করেছেন। বকুল সওদাগরের দাবী, এ মার্কেটে ৪টি স্বর্ণের দোকান, ২টি ফার্মেসী, ২টি কসমেটিক ও ২টি কম্পিউটারের দোকানের মধ্যে একমাত্র তার মুদির দোকানটি সুপরিকল্পিতভাবে ডাকাতি করা হয়েছে। বাজারে নির্দিষ্ট স্থানে পাহারাদার থাকলেও ঐসময় পাহারাদার ঘুমিয়ে থাকার বিষয়টি তিনি নাকছ করেছেন। এ ঘটনায় তিনি চকরিয়া থানায় অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়েরের প্রক্রিয়া চালাচ্ছেন বলে জানা গেছে। উল্লেখ্য বিগত ৬ সেপ্টেম্বর একই কায়দায় বাজারের আবদুল আওয়ালের মালিকানাধীন আল মদিনা ষ্টোরে দূধর্ষ ডাকাতির ঘটনা ঘটে। এর কিছুদিন পর মাওলানা ছৈয়দ আহমদ মার্কেটস্থ কম্পিউটার দোকানেও ঘটে ডাকাতির ঘটনা। এছাড়া বেশ কটি দোকানে ছোট বড় চুরির ঘটনাও ঘটেছে। দফায় দফায় চুরি-ডাকাতির ঘটনায় বাজারের ব্যবসায়ীদের মধ্যে চরম আতংক বিরাজ করছে এবং ব্যবসায়ীরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।  চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম খান এ ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান।

পাঠকের মতামত: