বিশেষ প্রতিবেদক:
চকরিয়া উপজেলার প্রাচীন ও ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান খুটাখালী কিশলয় আদর্শ শিক্ষানিকেতনে পকেট কমিটি গঠনের পাঁয়তারা চলছে বলে অভিযোগ ওঠেছে।
ইতোমধ্যে স্কুলের প্রধান শিক্ষক ও বর্তমান কমিটির সভাপতিসহ কয়েকজন পকেট কমিটি গঠনের কলাকৌশল ঠিক করেছেন বলে সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে। যদিওবা কমিটির সভাপতি রেজাউল করিম রেজু অভিযোগ সরাসরি অস্বীকার করেছেন।
স্কুলের শিক্ষক, অভিভাবক, প্রাক্তন ছাত্রসহ অনেকে এ বিষয়ে গণমাধ্যমকর্মীদের কাছে অভিযোগ করেছেন।
২ বছর আগে স্কুল পরিচালনায় ১১ সদস্যবিশিষ্ট কমিটি গঠিত হয়। এ কমিটির সভাপতি রেজাউল করিম রেজু। পদাধিকার বলে স্কুলের প্রধান শিক্ষক কবির আহমদ সদস্য সচিব। আগামী ১৭ সেপ্টেম্বর কমিটির মেয়াদ শেষ হচ্ছে। মেয়াদপূর্তির ৯০ দিন আগে নতুন কমিটি গঠনের তপশীল ঘোষণা করার বিধান রয়েছে।
অভিযোগ করা হয়, গঠনতন্ত্র মতে গত ১৭ জুলাই নতুন কমিটি গঠনের তপশীল ঘোষণার কথা। কিন্তু এ পর্যন্ত তপশীল তো দূরের কথা, নতুন কৌশলে কিভাবে আগের পদে থেকে যাওয়া যায়- সে বিষয়ে ভিন্ন পন্থায় এগুচ্ছে বর্তমান কমিটির অধিকাংশ সদস্য।
এ ক্ষেত্রে পরিচালনা কমিটির সভাপতি রেজাউল করিম রেজু ও স্কুলের প্রধান শিক্ষক নুরুল কবিরকে দায়ী করেছেন অভিভাবকেরা।
নাম প্রকাশ না করার শর্তে পরিচালনা কমিটির এক সদস্য জানান, গত ১০ জুন অনুষ্ঠিত সভায় নির্বাচন তফশীল ঘোষণার কথা ওঠে। কিন্তু প্রধান শিক্ষক ও সভাপতি বিষয়টি কৌশলে এড়িয়ে যান। এখনো নির্বাচনের ব্যাপারে কোন চিন্তা তাদের নেই। বরং পুরাতন কমিটি বহাল রাখার ফন্দি আঁকছেন তারা।
অভিযোগ ওঠেছে, স্কুল ফান্ডের টাকা ব্যাংকে জমা রাখার বিধান থাকলেও প্রধান শিক্ষক তা মানেন না। কমিটির অনুমোদন ছাড়াই স্কুলের ভবন নির্মাণে অর্থ ব্যয় করেছেন। যে কারণে সভাপতি ব্যয় ভাউচারে স্বাক্ষর করছেন না।
বিগত জানুয়ারী থেকে ভর্তি, পূণঃভর্তি, পরীক্ষাসহ বিভিন্ন খাত থেকে আদায়কৃত টাকা ব্যাংকে জমা হয়নি। হিসাব জানেনা কমিটির কেউ। ফেব্রুয়ারীর পর থেকে কোন শিক্ষকের বেতন পরিশোধ হয়নি। এ কারণে শিক্ষকরা প্রধান শিক্ষদের উপর চরম ক্ষুব্ধ বলে জানা গেছে।
তাছাড়া হোস্টেল সুপার পিযুশ কান্তির হিসেব-নিকেশ নিয়েও প্রচুর প্রশ্ন তুলেছে সাধারণ শিক্ষক ও অভিভাবকেরা।
স্কুলের প্রাক্তন ছাত্র সংসদের সভাপতি খালেদ মোরশেদ হিরু অভিযোগ করেন, নুরুল কবির প্রধান শিক্ষকের দায়িত্ব নেয়ার পর থেকে স্কুলের শিক্ষক ও অভিভাবকদের মধ্যে সম্পর্কে ফাটল সৃষ্টি হয়। উন্নয়নের নামে তিনি অনেক অনিয়ম করেছেন। এখন পকেট কমিটি গঠনের মাধ্যমে তাদের দূর্নীতি ঢাকতে মরিয়া হয়ে ওঠেছেন। গঠনতন্ত্রের আলোকে বর্তমান কমিটি ভেঙ্গে দিয়ে নতুন কমিটির গঠনের জন্য প্রক্রিয়া শুরুর আহবান জানান প্রাক্তন ছাত্র সংসদের সভাপতি খালেদ মোরশেদ হিরু।
একই সঙ্গে চলমান কমিটির বিরুদ্ধে আনীত অভিযোগসমূহের নিরপেক্ষ তদন্ত করে দূষিদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবী জানান।
এ প্রসঙ্গে জানতে চাইলে স্কুল পরিচালনা কমিটির সভাপতি রেজাউল করিম রেজু বলেন, প্রধান শিক্ষক নুরুল কবির নিজেই সমস্যা। তিনি নির্বাচন আয়োজনের কথা বললে বেঁকে বসেন। ১০ জুলাইয়ের সভায়ও নির্বাচনী প্রক্রিয়া শুরুর জন্য রেজুলেশন পাশ হয়। কিন্তু এখনো নির্বাচনের কাজ শুরু করেননি প্রধান শিক্ষক। এতে রহস্য আছে মনে হচ্ছে।
তিনি বলেন, নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে আমি নিজেই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)কে অবহিত করেছি। কমিটির কিছু সদস্যের সঙ্গে আঁতাত করে প্রধান শিক্ষক নির্বাচন দিচ্ছেনা মনে হচ্ছে। বিষয়টি তদন্ত করলে বেরিয়ে আসবে।
অভিযোগ প্রসঙ্গে প্রধান শিক্ষক নুরুল কবির বলেন, মেয়াদপূর্তির ৯০ দিন আগে তপশীল দিতে হয়, তা ঠিক। আমরা চাইলে সব কিছু পারি। কোন একটা কূল ধরতে হবে আর কি!
তিনি বলেন, প্রয়োজনে নোটিশের তারিখ পিছিয়ে দেখাবো। তাতে সমস্যা নাই। বোঝাপড়ার নৌকা পাহাড়েও চলে!
কমিটির অনুমোদনছাড়া অর্থ ব্যয়ের বিষয়ে জানতে চাইলে প্রধান শিক্ষক বলেন, সব অনুমোদন আছে। রেজুলেশনও হয়েছে। আমাকে বিপদে ফেলার জন্য চক্রান্ত করছে কিছু লোক।
প্রকাশ:
২০১৭-০৭-৩১ ১৪:৩৫:৪২
আপডেট:২০১৭-০৭-৩১ ১৪:৩৫:৪২
- চকরিয়ায় প্যারাবন নিধনের মামলায় আসামি নিরীহ মানুষ
- পেকুয়া স্বাস্থ্য কমপ্লেক্সে জনবল সংকট, চিকিৎসা সেবা ব্যাহত
- চকরিয়ায় সেনাবাহিনীর হাতে নারীসহ তিনজন গ্রেফতার
- মেরিন ড্রাইভ সড়কে অস্ট্রেলিয়ান নাগরিক নিহত
- চকরিয়ায় সাবেক এমপি জাফর সাঈদি সহ আওয়ামী লীগের ২৮৭ জনের বিরুদ্ধে থানায় নতুন মামলা
- চকরিয়ায় যাত্রীবাহী বাস থেকে ৪০ কেজি গাঁজা উদ্ধার, বিক্রেতা গ্রেফতার
- দুর্নীতির আখড়ায় কক্সবাজার সিটি কলেজ
- চকরিয়ায় ব্যবসায়ীকে ডেকে নিয়ে হত্যার ভয় দেখিয়ে দুই লাখ টাকা ছিনতাই
- বদরখালী সমিতির ১১টি মৎস্য প্রকল্পের নিলাম নিয়ে বিরোধ
- রামুতে আপন ভাতিজিকে অপহরণ করে মুক্তিপণ দাবি
- রামুতে ল্যাপটপ পেলেন ৮০ নারী ফ্রিল্যান্সার
- চকরিয়া সদরের বক্স রোড সম্প্রসারণ কাজে ব্যাপক অনিয়ম ও দূর্নীতির অভিযোগ
- বহিরাগতদের নিয়ে কলেজে গেলেন পদত্যাগ করা বিতর্কিত অধ্যক্ষ মুজিবুল আলম
- চকরয়ার ঠিকাদার মিজান গ্রেফতার, কোটি টাকার ঋণের জেল-জরিমানার দায়ে
- কক্সবাজার আবাসিক হোটেলে ৭০ ইউপি সদস্যের ‘গোপন বৈঠক’, আটক ১৯
- চকরিয়ার রশিদ আহমদ চৌধুরী উচ্চ বিদ্যালয় : কোটি টাকা লোপাটের অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে
- চকরিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ২টি ডাম্পার ও স্কেভেটর জব্দ
- চকরিয়ার সাবেক এমপি জাফর আলম, সালাহউদ্দিনসহ আওয়ামী লীগের ৭৩৬ জন আসামী
- চকরিয়ায় ব্যবসায়ীকে ডেকে নিয়ে হত্যার ভয় দেখিয়ে দুই লাখ টাকা ছিনতাই
- উত্তপ্ত রামু সরকারি কলেজ: অধ্যক্ষ মুজিবের অপসারনের দাবিতে কার্যালয় ও প্রশাসনিক ভবনে তালা
- কুতুবদিয়ায় গর্তে ১০ লক্ষ মণ পুরাতন লবন,লোকসানের শংকা চাষীরা
- মানিকপুর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
পাঠকের মতামত: