ঢাকা,রোববার, ২২ ডিসেম্বর ২০২৪

খাগড়াছড়ি আ.লীগ কার্যালয় এলাকায় ১৪৪ ধারা

1474খাগড়াছড়ি প্রতিনিধি :::

খাগড়াছড়ি জেলা আ.লীগের কার্যালয় এলাকায় অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন। দলীয় কার্যালয় দখলকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপের মুখোমুখী অবস্থানের কারণে ১৪৪ ধারা জারি করা হয়েছে।

শনিবার বিকেল ৪টার দিকে ১৪৪ ধারা জারি করেন অতিরিক্ত জেলা প্রশাসক এটিএম কাওছার হোসেন। জানা গেছে, খাগড়াছড়ি জেলা আ.লীগের কার্যালয় দখলে নিতে সকাল থেকে কার্যালয়ের সামনে অবস্থান নেয় দল থেকে সাময়িক বহিষ্কৃত জেলা আ.লীগের সাধারণ সম্পাদক জাহিদুল আলম ও তার লোকজন।

এ খবর পেয়ে খাগড়াছড়ি আসনের সংসদ সদস্য কুজেন্দ্রলাল ত্রিপুরার সমর্থকরাও কার্যালয়ে আসার চেষ্টা করে। এ সময় উত্তেজনা দেখা দেওয়ায় পুলিশ দুই গ্রুপের মাঝে অবস্থান নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে।

পাঠকের মতামত: