ঢাকা,মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪

কোরআনের জ্ঞান নাই যার সে জাতীয় মুর্খ, কক্সবাজার উমিদিয়ার বার্ষিক সভায় আল্লামা আব্দুল বাছেত খাঁন

ওওওওওসংবাদ বিজ্ঞপ্তি ::

বিশ্ব বরেণ্য মুফাসসির আল্লামা আব্দুল বাছেত খাঁন বলেছেন, কোরআনের বিদ্যা মহাবিদ্যা। ইহ জগত ও পরজগতের যাবতীয় সমস্যার সমাধান একমাত্র কোরআনেই নিহিত আছে। যার কোরআনের জ্ঞান নাই সে জাতীয় মূর্খ। দুনিয়া ও আখেরাতকে সফল করতে কোরআনের শিক্ষার কোন বিকল্প নাই।

কক্সবাজার শহরের অন্যতম দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান উমিদিয়া জামেয়া ইসলামিয়ার প্রথম বার্ষিক সভায় ‘জাগতিক বিদ্যা বনাম কোরআনের বিদ্যা’ বিষয়ে প্রধান বক্তার আলোচনা করতে গিয়ে তিনি এসব কথা বলেন।

৩০ মার্চ বুধবার অনুষ্ঠিত এ সভায় আল্লামা বাছেত বলেন, জাগতিক বিদ্যায় ক্ষণস্থানীয় জীবনে লাভবান হওয়া গেলেও পরকালে কোন কাজে আসবেনা। জীবন স্বার্থক করতে কোরআনের আলোকে জীবন সাজাতে হবে। অনথ্যথায় জীবন ষোল আনাই বৃথা। মাহফিলে পৃথক অধিবেশনে সভাপতিত্ব করেন ডাক্তার মোহাম্মদ আমিন ও মাওলানা মোহাম্মদ মুসলিম।

এতে বক্তব্য রাখেন পটিয়া আল- জামেয়া আল- ইসলামিয়ার মুহতামিম আল্লামা মুফতি আব্দুল হালিম বোখারী, জামেয়া আরব্যিাহ জিরি’র মুহতামিম আল্লামা শাহ মুহাম্মদ তৈয়ব, ঢাকা ইসলামিক রিসার্চ সেন্টারের মহাপরিচালক আল্লামা মুফতি আরশাদ রহমানী, চট্টগ্রামের লোহাগাড়া রাজঘাটা মাদরাসার মুহাদ্দিস মাওলানা ছৈয়দুল আলম আরমানী, উমিদিয়া জামে মসজিদের খতীব মুফতি মাওলানা হাবীবুল ওয়াহেদ প্রমুখ।

মাহফিলে স্বাগত বক্তব্য রাখেন মাদরাসার মুতাওয়াল্লী, দৈনিক হিমছড়ির প্রধান সম্পাদক ও এডভোকেট ফিরোজ আহমদ চৌধুরী (রহ.) ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব আলী হাচ্ছান চৌধুরী।

শহরের লালদীঘিপাড়স্থ বায়তুর রহমান জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা ক্বারী আতাউল্লাহ গণি’র পরিচালনায় এতে আরো বক্তব্য রাখেন পেকুয়া আশরাফুল উলুম মাদরাসার পরিচালক মাওলানা ইয়াছিন হাবীব, চট্টগ্রাম বহদ্দারবাড়ী জামে মসজিদের খতীব মাওলানা নুরুল আমিন, শহরের সিকদারপাড়া জামে মসজিদের খতীব মাওলানা নুরুল মোস্তফা ও মাওলানা আব্দুল করিম সিকদার।

এর আগে মাদরাসার বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার এবং হেফজ সমাপ্তকারীদের দস্তারবন্দি প্রদান করা হয়। ২১ মার্চ রবিবার শহরের কুলসুম নগরস্থ (নুরপাড়া) প্রতিষ্ঠানটির নিজস্ব আঙ্গিনায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

পাঠকের মতামত: