ঢাকা,শনিবার, ১৬ নভেম্বর ২০২৪

কুতুবদিয়ায় নাশকতার অভিযোগে বিএনপির ৫০জনের বিরুদ্ধে মামলা, আটক-৫

নিজস্ব প্রতিনিধি, কুতুবদিয়া :: কুতুবদিয়া উপজেলায় ১৬ অক্টোবর রাত অানুমানিক ১০টার সময় ধূরুং বাজার জেলে পাড়া সংলগ্ন পূজা মন্ডপের পাশে নাশকতার অভিযোগে বিএনপি ৫ জন নেতাকর্মীকে আটক করেছে থানা পুলিশ।

থানা সূত্রে প্রকাশ গত ১৬ অক্টোবর রাত আনুমানিক ১০ টার সময় ধূরুং বাজার সংলগ্ন জেলে পাড়া পূজা মন্ডপের পাশে বিএনপির নেতাকর্মীরা নাশকতার সৃষ্টির চেষ্টাকালে খবর পেয়ে থানা পুলিশ শাড়াশি অভিযান চালিয়ে বিএনপি ৫ নেতাকর্মীকে আটক করে।আটককৃতরা হলেন লেমশীখালী ইউনিয়নের মৃত হাজী এজাহার মিয়ার পুত্র আব্দুর রহিম (৪৫), একই ইউনিয়নের মৃত আব্দুর রশিদের পুত্র আবু ইসহাক (৪৫), একই ইউনিয়নের আব্দুল গতির পুত্র হাবিবুল্লাহ (৫২),  দক্ষিন ধূরুং ইউনিয়নের মৃত শামসুল আলমের পুত্র কামরুল ইসলাম (৪০),   উত্তর ধূরুং ইউনিয়নের  নজরুল ইসলামের পুত্র শাহিন ফরহাদ (৪২)।

এ ব্যাপারে নাশকতার অভিযোগে কুতুবদিয়া থানায় উপজেলা চেয়ারম্যান ও জেলা বিএনপি সিনিয়র সহ-সভাপতি এটিএম নুরুল বশর চৌধুরীকে ১ নং করে ২৩ জন এজাহার নামীয়সহ ৪০/৫০ জনকে অজ্ঞাত আসামী করে নাশকতার অভিযোগ এনে মামলা দায়ের করা হয়। আটককৃত ৫ নেতাকর্মীদের জেল হাজতে প্রেরন করা হয়।

এ ব্যাপারে কুতুবদিয়া থানার অফিসার ইন চার্জ (ওসি) দিদারুল ফেরদৌস জানায়, গতকাল ১৬ অক্টোবর রাতে ধূরুং বাজার সংলগ্ন জেলে পাড়া পুজা মন্ডপের পাশে বিএনপি জামায়াতের নেতাকর্মীরা নাশকতার সৃষ্টির লক্ষে সরকার বিরুদ্ধী বিভিন্ন স্লোগান দিয়ে গাড়ী ও দোকানপাট ভাংচুর করতে থাকে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে ৫ পিকেটারকে আটক করেন।

আটককৃতদের গতকাল আদালতে প্রেরন করা হয়েছে।এ ঘটনায় উপজেলা চেয়ারম্যান এটিএম নুরুল বশর চৌধুরীসহ ২৩ জন এজাহার নামীয়সহ ৪০/৫০ অজ্ঞাত আসামী করে নাশকতার অভিযোগে মামলা দায়ের করা হয়।

পাঠকের মতামত: