প্রেস বিজ্ঞপ্তি:
কলেজ ছাত্রী হাসিনা হত্যার মূল ঘাতক ইয়াছিন আরাফাতকে গ্রেফতার করে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি প্রদানের দাবী জানিয়েছেন কক্সবাজার জেলা নারী-শিশু পাচার ও নির্যাতন প্রতিরোধ কমিটির নেতৃবৃন্দ।
সংবাদপত্রে পাঠানো বিবৃতিতে কমিটির সভাপতি সাংবাদিক এইচএম এরশাদ ও সাধারণ সম্পাদক আবুল কাশেম বলেন, কক্সবাজার সরকারী কলেজের ব্যবস্থাপনা বিভাগের ৩য় বর্ষের মেধাবী ছাত্রী হাসিনা আক্তারকে নৃশংসভাবে হত্যা করে রাজনৈতিক পরিচয়ে পাষন্ড স্বামী আরাফাত নিজেকে রক্ষার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে।
মোটা অঙ্কের টাকার মিশন নিয়ে ঘটনাটি ধামাচাপা দেয়ার তদ্বির করে চলছে বলে অভিযোগ ওঠেছে। নেতৃবৃন্দ আরও বলেন, হত্যাকান্ডের ৭২ ঘন্টা পরও আসামীকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। হত্যার শিকার হাসিনা সম্পর্কে মিথ্যাচার ও অপবাদ দিচ্ছে স্বামী নামের কলঙ্ক নরপশু আরাফাত।
লম্পট স্বামী ইয়াছিন আরফাত নিজেকে চৌফলদন্ডী ইউনিয়ন যুবলীগের যুগ্ম-আহবায়ক দাবী করে ৩১ মার্চ প্রকাশ্যে সংবাদ সম্মেলনও করেছে।
নেতৃবৃন্দ আসামী আরাফাতকে শীঘ্রই গ্রেফতার করতে প্রশাসনের কাছে দাবী জানিয়েছেন।
পাঠকের মতামত: