নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজার শহরকে তামাকমুক্তকরণের ঘোষণা ইয়ং পাওয়ার সোসাল এ্যাকশন (ইপসার)। এই বিষয়ে বৃহস্পতিবার বিকালের দিকে কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক সিমিনারের আয়োজন করা হয়। তামাকমুক্ত কক্সবাজার এ আমাদের অঙ্গীকার শ্লোগান কে সামনে রেখে আগামী এক বছরের মধ্যে পর্যটন শহরকে তামাকমুক্ত করা হবে। কক্সবাজার মডেল শহর এর স্বপ্ন পূরণের কক্সবাজার পৌরসভা সমন্বয়ের দায়িত্ব পালন করবে। এ স্বপ্ন বাস্তবায়নে পৌরসভার সহায়তায় স্থানীয় প্রশাসন,টাস্কফোর্স,সিভিল সার্জন কার্যালয়ের(স্বাস্থ্য) বিভাগ,পর্যটন কর্পোরেশন,সহ সরকারি প্রতিষ্ঠান সমুহ। এছাড়া সমাজারের সচেতন মানুষ ও বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান। এই ক্ষেত্রে তারা তামাক নিয়ন্ত্রণ আইনের পরিপূর্ণ বাস্তবায়ন এবং জনসচেতা কামনা করেন। শুরুর দিকে বিভিন্ন সরকারি অফিস ও পর্যাক্রমে গুরুত্বপূর্ণ পাবলিক প্যালেসে তামাক মুক্তকরণে জোরালোভাবে কাজ কথা কথা উঠে আসে এই সেমিনারে।
ইপসার টিএল এসএফপি নাছিম বানু শ্যামলীর পরিচালনায় সিমিনারে, প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কক্সবাজার জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাহিদুর রহমান, এসটি এফকে কনসালটেন মোঃ শরীফুল আলম, সিটি এফকে ডা. মাহফুজ ভুইয়া,ইপসার পরিচালক (অর্থ) পলাশ চৌধুরী, কক্সবাজার কৃষি অধিদপ্তরের পরিচালক ্একে এম শাহরিয়ার, বিএমএ এর কক্সবাজার শাখার সহ-সভাপতি ডা.বিধান পাল, কক্সবাজার সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হেলেনাজ তাহেরা, সিভিল সার্জন অফিসের কর্মকর্তা তপন বড়–য়া, কাউন্সিলর আক্তার কামাল, কাউন্সিলর চম্পা উদ্দিন, কক্সবাজার সিটি কলেজ প্রভাষক নুরুল ইসলাম,
পরিকল্পিত কক্সবাজার আন্দোলনের সমন্বয়ক আব্দুল আলীম নোবেল, কক্সবাজার ইমাম সমিতির সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ, কক্সবাজার বিাজার কমিটির সভাপতি মোস্তাক আহাম্মদ, মুক্তি কক্সবারের ইডি,দিদারুল আলম রাশেদ প্রমুখ।
পাঠকের মতামত: