সৈয়দুল কাদের, কক্সবাজার :
কক্সবাজার পৌরসভার নির্বাচনে মেয়র পদে ধীরে-ধীরে ত্রি-মুখি প্রতিদ্বন্দ্বিতার দিকেই এগুচ্ছে। ২০ দলীয় জোটভুক্ত জামায়াত সমর্থিত প্রার্থী প্রচারণায় পিছিয়ে পড়লেও তাদের অবস্থান এখনো সু-সংহত। যার ফলে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মুজিবুর রহমানের সাথে বিএনপি মনোনীত প্রার্থী রফিকুল ইসলাম ও জামায়াত সমর্থিত প্রার্থী সরওয়ার কামালের সরাসরি প্রতিদ্বন্দ্বীতার সম্ভাবনা রয়েছে। তবে জামায়াত সমর্থিত প্রার্থী সরওয়ার কামাল দাবী করেছেন তিনি নির্বাচন থেকে কোনভাবেই সরে দাড়াবেন না। নির্বাচনে বিজয়ী হবেন এমন দৃঢ় আশাবাদী তিনি।
কক্সবাজার পৌরসভার মেয়র পদে নির্বাচনী লড়াই জমে উঠেছে। শহরের আনাচে-কানাচে ২০ দলীয় জোট থেকে একক প্রার্থী নির্ধারণের বিষয়টি ব্যাপকভাবে আলোচিত হচ্ছে। এতেই বিভ্রান্তিতে পড়ছেন সাধারণ মানুষ। এছাড়াও জামায়াত সমর্থিত প্রার্থী সরওয়ার কামাল প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
প্রাপ্ত তথ্যে জানা যায় জেলা বিএনপি’র সিনিয়র নেতৃবৃন্দ সমঝোতার মাধ্যমে একক প্রার্থী করতে গোপনে জোর প্রচেষ্টা চালান। কিন্তু কোন মতেই ছাড় দিতে রাজি নন জামায়াত নেতৃবৃন্দ। তাদের দাবী কক্সবাজার পৌরসভা ও সদর উপজেলায় জামায়াতের অবস্থান সু-সংহত রয়েছে। তাই কাউকে ছাড় দেওয়ার সুযোগ নেই।
জামায়াত সমর্থিত নাগরিক কমিটি মনোনীত প্রার্থী সরওয়ার কামাল জানিয়েছেন, শেষ পর্যন্ত নির্বাচনে লড়ে যাব। সরে যাওয়ার জন্য নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করিনি। আমার জনপ্রিয়তা পরিক্ষিত। এর বাইরে আর বলতে চাই না।বিএনপি’র কেন্দ্রিয় মৎস্যজীবী বিষয়ক সম্পাদক লুৎফুর রহমান কাজল বলেন, যেকোন সময় চমক আসতে পারে। তবে কেমন চমক তা উল্লেখ করেননি। বিএনপি বিজয়ী হওয়ার জন্যই নির্বাচনে লড়ছে জানিয়ে তিনি বলেন, ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারলে বিএনপি প্রার্থী নিশ্চিত বিজয়ী হবেন।
জেলা বিএনপি’র সভাপতি শাহজাহান চৌধুরী জানান, সরকারের মুখোশ খুলে দিতেই বিএনপি নির্বাচনে লড়ছে। শেষ পর্যন্তও নির্বাচনী মাঠে আমরা থাকব। ইতোমধ্যে আওয়ামী লীগ প্রার্থী প্রতিনিয়ত নির্বাচনী আচরণবিধি লংঘন করে যাচ্ছে। এরপরও আমরা আমাদের কাজ চালিয়ে যাচ্ছি।
জেলা জামায়াতে আমির মোস্তাফিজুর রহমান জানিয়েছেন, জামায়াত সমর্থিত প্রার্থী প্রত্যহারের কোন সম্ভবনা নেই। জামায়াত দলীয় অবস্থান যাচাই করতে নির্বাচনে লড়ছে। আমাদের অবস্থান কক্সবাজার পৌরসভায় কেমন তা সকলেরই জানা রয়েছে।
এদিকে জামায়াত প্রার্থী প্রচারণায় পিছিয়ে পড়ায় মেয়র পদে দ্বিমুখি প্রতিদ্বন্দ্বীতার দিকে ঝুকছে বলে মনে করছেন সাধারণ ভোটাররা। তবে বিগত যেকোন সময়ের চেয়ে কক্সবাজার পৌর আওয়ামী লীগ সুসংঘটিত থাকায় এবং সরকারের উন্নয়ন ও মুজিবুর রহমান এর ব্যক্তি ইমেজকে পুঁজি করে শক্ত অবস্থানে রয়েছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী।
কক্সবাজার শহরের পেশকার পাড়ার বাবলু জানিয়েছেন, আওয়ামী লীগ প্রার্থীর অবস্থান আগের চেয়ে অনেক শক্তিশালী। প্রচারণায়ও এগিয়ে আছেন। তবে জামায়াত প্রার্থী পিছিয়ে পড়ায় বিএনপি’র অবস্থানও ভাল হচ্ছে।
শহরের মোহাজের পাড়ার এডঃ নজরুল ইসলাম জানিয়েছেন, বর্তমানে সুন্দর পরিবেশ বিরাজ করছে। শহরবাসী একজন উপযুক্ত ব্যক্তিকে মেয়র হিসাবে দেখতে চায়। সেক্ষেত্রে মুজিবুর রহমান অনেক এগিয়ে আছে। সাধারণ ভোটাররা ব্যক্তি ইমেজকে প্রাধান্য দিয়ে ভোট দিবে।
কক্সবাজার পৌরসভার মেয়র পদে ত্রি-মুখি প্রতিদ্বন্দ্বিতার আভাস
- রামুতে ল্যাপটপ পেলেন ৮০ নারী ফ্রিল্যান্সার
- চকরিয়ায় আওয়ামিললীগ ক্যাডার নজরুল সিণ্ডিকেটের দখলে ৩০ একর বনভুমি:
- চকরিয়ায় শিক্ষা ক্যাডার মনিরুল আলমকে ঘুষের বদলেগণপিটুনি
- চকরিয়ার বিষফোঁড়া সিএনজি-টমটম স্টেশন
- কুতুবদিয়ায় গর্তে ১০ লক্ষ মণ পুরাতন লবন,লোকসানের শংকা চাষীরা
- চকরিয়া আসছেন চরমোনাই পীর মুফতি রেজাউল করিম
- চকরিয়ায় দুই বেকারি-সহ ম্যানেজারদেরকে এক লাখ টাকা জরিমানা
- উত্তপ্ত রামু সরকারি কলেজ: অধ্যক্ষ মুজিবের অপসারনের দাবিতে কার্যালয় ও প্রশাসনিক ভবনে তালা
- বাড়ি ফিরেছে কুতুবদিয়ার অপহৃত ১৯ জেলে
- চকরিয়ার সাবেক এমপি জাফর আলম, সালাহউদ্দিনসহ আওয়ামী লীগের ৭৩৬ জন আসামী
- চকরিয়ায় কাস্টমার নিয়ে বাকবিতন্ডা হোটেল মালিককে পিটিয়ে জখম
- চকরিয়া সদরের বক্স রোড সম্প্রসারণ কাজে ব্যাপক অনিয়ম ও দূর্নীতির অভিযোগ
- বহিরাগতদের নিয়ে কলেজে গেলেন পদত্যাগ করা বিতর্কিত অধ্যক্ষ মুজিবুল আলম
- চকরয়ার ঠিকাদার মিজান গ্রেফতার, কোটি টাকার ঋণের জেল-জরিমানার দায়ে
- কক্সবাজার আবাসিক হোটেলে ৭০ ইউপি সদস্যের ‘গোপন বৈঠক’, আটক ১৯
- চকরিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ২টি ডাম্পার ও স্কেভেটর জব্দ
- চকরিয়ার রশিদ আহমদ চৌধুরী উচ্চ বিদ্যালয় : কোটি টাকা লোপাটের অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে
- চকরিয়ার সাবেক এমপি জাফর আলম, সালাহউদ্দিনসহ আওয়ামী লীগের ৭৩৬ জন আসামী
- উত্তপ্ত রামু সরকারি কলেজ: অধ্যক্ষ মুজিবের অপসারনের দাবিতে কার্যালয় ও প্রশাসনিক ভবনে তালা
- কুতুবদিয়ায় গর্তে ১০ লক্ষ মণ পুরাতন লবন,লোকসানের শংকা চাষীরা
- রামুতে ট্রেনে কাটা পড়ে মোটর সাইকেল আরোহী দুই যুবকের মর্মান্তিক মৃত্যু
- চকরিয়ায় ঠেকানো যাচ্ছে না বদরখালীর প্যারাবন নিধনযজ্ঞ
পাঠকের মতামত: