ঢাকা,শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫

একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবিলায় ছাত্রসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে : ড. খালিদ

sattra-samaz-2017_1প্রেস বিজ্ঞপ্তি :

বাংলাদেশ ইসলামী ছাত্রসমাজের সাবেক সফল কেন্দ্রীয় সভাপতি, বরেণ্য শিক্ষাবিদ ড. আ.ফ.ম খালিদ হোসেন বলেছেন, একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবিলায় ইসলামী ছাত্রসমাজ নেতা-কর্মীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। এ মহান লক্ষ্যে স্বচ্ছ দৃষ্টিকোণ, স্বতন্ত্র বৈশিষ্ট্য, গঠনমূলক কর্মসূচী ও বিপ্লবাত্মক কর্মনীতির আলোকে ইসলামী ছাত্রসমাজ প্রতিষ্ঠালগ্ন থেকে নিরবচ্ছিন্ন প্রয়াস অব্যাহত রেখেছে।

তিনি ২৯জুলাই, (শনিবার) বাংলাদেশ ইসলামী ছাত্রসমাজের নবীন-প্রবীনদের নিয়ে চট্টগ্রামে অনুষ্ঠিত এক অভূতপূর্ব প্রীতি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। ড.আ. ফ.ম খালিদ হোসেন আরও বলেন, ইসলামী ছাত্রসমাজ মেধাবী ছাত্রজনতার প্রিয় সংগঠন। এটি গতানুগতিক ধারার কোন সংগঠন নয়, এটি একদল খোদাভীরু, যোগ্য, নিবেদিতপ্রাণ মানুষ গড়ার অনুষদ। এ দৃষ্টিকোণ থেকে আমরা যে শ্রম, প্রতিভা এ সংগঠনের জন্য ব্যয় করেছিলাম তা বৃথা যায়নি। যার প্রকৃষ্ট দৃষ্টান্ত আজেকর এই উল্লেখযোগ্য সংখ্যক সুদক্ষ, প্রতিষ্ঠিত নবীন-প্রবীণ আদর্শিক নেতা-কর্মীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি। আমরা আশান্বিত ইসলামী ছাত্রসমাজ আবারো তার হারানো গৌরব ফিরে পাবে ইনশাআল্লাহ।। দেশের প্রত্যন্ত জনপদে ইসলামী ছাত্রসমাজকে সুসংগঠিত করতে প্রাক্তন-বর্তমান নেতা-কর্মীদের সম্মিলিত প্রয়াস চালিয়ে যেতে হবে।

সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আব্দুল্লাহ আল মাসউদ খানের সভাপতিত্বে এ প্রীতি সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির কেন্দ্রীয় সহ-সভাপতি মাওলানা সরওয়ার কামাল আজিজী, ইসলামী ছাত্রসমাজের সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা আব্দুল মাজেদ আতহারী, সাবেক কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক রেজাউল করীম ছিদ্দিকী, প্রাক্তন মহাসচিব আজহার আলী, সাবেক সংগঠন সচিব মাওলানা আ.হ.ম নুরুল কবির হিলালী, সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা মনজুরুল কাদের চৌধুরী ও মাওলানা আজিজুল হক ইসলামাবাদী।

সংগঠনের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কক্সবাজার জেলা সভাপতি হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুরের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রীতি সম্মেলনে শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, সাবেক কেন্দ্রীয় সংগঠন সচিব মাওলানা ইয়াছিন হাবিব। বিশেষ অতিথি হিসেবে আরো আলোচনায় অংশ নেন, সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি মাওলানা অধ্যাপক ইলিয়াছ মাহমুদ, মাওলানা ইলিয়াছ খান, সাবেক কেন্দ্রীয় সহকারী মহাসচিব মাওলানা আবুল কাসেম, কক্সবাজার জেলার সাবেক সাধারণ সম্পাদক ও সৌদি আরব নেজামে ইসলাম পার্টির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আমানুল হক, চট্টগ্রাম মহানগরের সাবেক সভাপতি আবুুধাবি নেজামে ইসলাম পার্টির সাধারণ সম্পাদক মাওলানা নজির আহমদ, চট্টগ্রাম মহানগরের সাবেক সভাপতি মাওলানা এরশাদুল্লাহ। সূচনায় পবিত্র কুরআন তিলাওয়াত করেন, ঢাকা মহানগর সহ-সভাপতি মুফতি আহমদুল্লাহ। এতে বর্তমান নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন, ঢাকা মহানগর সভাপতি আতিক সিদ্দিকী, সাধারণ সম্পাদক বিএম আমীর জিহাদী, চট্টগ্রাম মহানগর আহবায়ক ওয়াহিদুল্লাহ প্রমূখ।

এছাড়াও বর্ণাঢ্য এ প্রীতি সম্মেলনে সাবেক নেতৃবৃন্দের মধ্যে মাওলানা মাসউদুর রহমান কাছেমী, মাওলানা আ.ন.ম রহিম উল্লাহ, হাফেজ মুহাম্মদ সালেম, হাফেজ মুহাম্মদ আতাউল্লাহ, বর্তমান নেতৃবৃন্দের মধ্যে ঢাকা মহানগর সহ-সভাপতি হামিদুল হক শরীফ, সাংগঠনিক সম্পাদক সাখী জাকারিয়া, চট্টগ্রাম মহানগর সদস্য সচিব এইচ.এম ইব্রাহীম, কক্সবাজার জেলা ইসলামী ছাত্রসমাজ মুহাম্মদ দিদারুল আলমসহ বিপুল সংখ্যক নবীন-প্রবীণ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত: