উখিয়ায় পুলিশ অভিযান চালিয়ে পতিতা সহ খদ্দরকে আটক করতে সক্ষম হয়েছে । ঘটনাটি ঘটেছে, রোববার দুপুর দেড়টার দিকে। জানা গেছে, উখিয়া সদর ষ্টেশনের আরাফাত হোটেলের হোটেল বয় আলমগীর হোটেলের তয় তালার ২০৪ নং কক্ষে দীর্ঘ দিন ধরে স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থার চোখকে ফাঁকি দিয়ে নীরবে চালিয়ে যাচ্ছিল মরণ নেশা ইয়াবার রমরমা বানিজ্য। এ বানিজ্য চালিয়ে সে হঠাৎ জিরো থেকে লাখ পতি বনে গিয়ে এলাকার উঠতি বয়সী যুবতীদেরকে মিথ্যা বিয়ের প্রলোভন দেখিয়ে একের পর এক নারীর দেহ বুক করে যাচ্ছিল ২ সন্তানের জনক হোটেল বয় আলমগীর। অবশেষে গতকাল রোববার ডেইল পাড়া গ্রামের বিউটি নামের এক পতিতা সহ হোটেল থেকে সে পুলিশের হাতে আটক হয় । খদ্দর আলমগীরের গ্রেপ্তারের খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় সচেতন মহলের মাঝে স্বস্তির নিঃশ্বাস ফিরে আসে। অপর দিকে তার গ্রেপ্তারে হোটেল ম্যানেজার উপজেলার রাজাপালং ইউনিয়নের খয়রাতি পাড়া গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে ইউনুছ দিশাহারা হওয়ার পাশা পাশি তাকে দ্রুত ছাড়িয়ে নেওয়ার জন্য জোর তৎপরতা চালিয়ে যাচ্ছিল বলে জানা গেছে। থানার ওসি (তদন্ত) মোঃ কায় কিসলু ঘটনার সত্যতা স্বীকার করেন।
পাঠকের মতামত: