ঢাকা,বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫

উখিয়ায় পুলিশের হাতে মেম্বার আটক

ফারুক আহমদ, উখিয়া ::

উখিয়ার জালিয়া পালং ইউনিয়নের ২ নং ওযার্ডের মেম্বার শামশুল আলমকে পুলিশ গ্রেপ্তার করেছে। সোমবার (১২ ফেব্রুয়ারী) সকালে উখিয়া থানার পুুলিশ কোটবাজার ষ্টেশনে অভিযান চালিয়ে তাকে আটক করে।

অভিযানে নেতৃত্ব দানকারী সহকারী উপ-পুলিশ পরিদর্শক মিল্টন দাশ আটকের কথা সত্যতা নিশ্চিত করে বলেন, ১৯৯০ সালে রামু থানার একটি মামলায় ৫ বছর সাজা প্রাপ্ত হওয়ায় মেম্বার শামশুল আলমকে গ্রেপ্তার করা হয়।

জানা যায়, জালিয়া পালং ইউনিয়নে বর্তমান মেম্বার শামশুল আলম রামু থানায় বিগত ২৮ বছর পূর্বে একটি মামলায় আসামি ছিল। তিনি হাইকোর্ট থেকে জামিনে ছিল বলে তার পারিবারিক সদস্যরা জানান।জালিয়া পালং ইউনিয়নের চেয়ারম্যান নুরুল আমিন চৌধুরীর সাথে যোগায়োগ করলে তিনি ও আটকের বিষয়টি শিকার করে বলেছেন উখিয়া থানায় একটি স্থানীয় বিষয়ে মিমাংসার জন্য গেলে তাকে পুলিশ আটক করে।

উখিয়া থানার ভারপাপ্ত কর্মকর্তা মো: আবুল খায়ের জানান ৫ বছরের সাজা প্রাপ্ত মেম্বার শামশুল আলমকে গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

 

পাঠকের মতামত: