ঢাকা,বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২৫

উখিয়ায় পানিতে ডুবে দু’শিশু মৃত্যু

ফারুক আহমদ, উখিয়া :::panite_dube_mrittu

উখিয়ার সমুদ্র উপকূল জালিয়াপালং ইউনিয়নের ইমামের ডেইল গ্রামে নলকূপের গর্তে পড়ে পানিতে ডুবে রবিউল আলম (৫) ও মোহাম্মদ ইসমাঈলের (৪) মৃত্যু হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, গত শনিবার প্রতিদিনের ন্যায় খেলতে বের হয়ে তারা পার্শ্ববর্তী মনু মিয়ার আম বাগানে আম পোড়াতে যায়। ওই সময় আম কুড়াতে গিয়ে অসতর্কতাস্থায় নলকূপের গর্তে পড়ে যায়। বর্ষার বৃষ্টিতে গর্তে পানি ভরপুর ছিল। সাতাঁর না জানার কারণে দু’শিশু পানিতে ডুবে ভাসতে থাকে। এলাকাবাসী তাদেরকে উদ্ধার করে দ্রুত ইনানী স্বাস্থ্য উপ-কেন্দ্রে নিয়ে আসলে ডাক্তার মৃত্যু ঘোষণা করেন। রবিউল মালশিয়া প্রবাসী আবু ছিদ্দিক ও ইসমাঈল একই এলাকার দিনমজুর আব্দুল করিমে ছেলে বলে জানা গেছে। তাদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া বিরাজ করছে।

পাঠকের মতামত: