ঢাকা,রোববার, ২৯ ডিসেম্বর ২০২৪

উখিয়ার কুতুপালং ফার্মেসীতে প্রশাসনের অভিযানে লক্ষাধিক টাকা জরিমানা

কায়সার হামিদ মানিক, উখিয়া ::gr

কক্সবাজারের ্্উখিয়া উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে এক লাখ দশ হাজার টাকা জরিমানা আদায় করেছে।   দুপুর আড়াইটা থেকে সাড়ে তিনটা পর্যন্ত এ অভিযান  চালায়। উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা  মোঃ মাঈন উদ্দিনের নেতৃত্বে একদল প্রশাসন কুতুপালং বাজারে অবৈধ ভাবে গড়ে ওঠা  বিভিন্ন ফার্মেসীতে অভিযান চালায়। এ সময় তাদের কাছ থেকে ৭০ হাজার টাকা  জরিমানা আদায়  করে।  কুতুপালং বাজারের ডাঃ মিজানের ফার্মেসীতে অভিযান চালিয়ে দ্ইু যুবককে আটক করে থানায় নিয়ে আসেন।  বিকাল সাড়ে চার দিকে ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে  দুই যুবককে ৪০ হাজার টাকা জরিমানা আদায় করে ছেড়ে দেওয়া  হয়। আটককৃতরা হলেন কুতুপালং গ্রামের মোজাফফর আহমদের  দ্্ুই ছেলে  ছোটন  ও সোহেল। এ সময় ছিলেন, উপজেলা স্যানেটারী কর্মকর্তা  নুরুল আলম, উখিয়া থানার উপ-পরিদর্শক আনিস।

পাঠকের মতামত: