ঢাকা,শনিবার, ১৬ নভেম্বর ২০২৪

ঈদগাঁওর ডজনাধিক মার্কেটে ঈদ বাজার জমছে : ক্রেতাদের ভিড় : চড়া দাম

এম আবুহেনা সাগর, ঈদগাঁও ::

প্রতি বছরের ন্যায় এই বছরও জেলা সদরের বৃহত্তর বানিজ্যিক উপশহর ঈদগাঁও বাজারের ডজনাধিক মার্কেটে ঈদ বাজার জমে উঠছে। সববয়সী ক্রেতা সাধারনের উপস্থিতি লক্ষ্যনীয়। মুসলমানদের বৃহৎ উৎসব ঈদুল ফিতর যতই ঘনিয়ে আসছে,ততই ক্রেতা বিক্রেতাদের ব্যাপক উৎসাহ উদ্দিপনা বিরাজ করছে। সেদিক বিবেচনা করে রমজানের শুরু থেকেই চলতি মৌসুমে ব্যবসা বানিজ্য সরগরমে পরিনত তুলছে  ব্যবসায়ীরা। তবে চড়া দাম নিয়ে হিমশিম খাচ্ছে ক্রেতারা। জানা যায়, ঈদগাঁও বাজারের ডজনাধিক মার্কেটে বেশ কদিন থেকে শুরু হয়েছে ঈদের কেনাকাটা। তৎমধ্য নিউ মার্কেট, বেদার মার্কেট,হাজী মার্কেট,মাতবর মার্কেট, দারুল হেরা মার্কেট,নুর শপিং মার্কেট,শফি সুপার মার্কেট,নুর এ ছকিনা মার্কেট, জাপান মার্কেট,রহমানিয়া শপিং মার্কেট ও বাজারের বহুল পরিচিত পশ্চিমগলি খ্যাত কাপড়ের দোকানগুলোতে বিপুল সংখ্যক নর- নারী ক্রেতাদের ঢল নেমেছে। ৩ জুন রাত্রে ঈদগাঁও বাজারের বিভিন্ন মার্কেট ঘুরে দেখা যায়, ব্যবসায়ীরা ঢাকা-শহর থেকে ক্রেতাদের পছন্দ মোতাবেক মালামাল এনে দেদারছে বিক্রি করতে। বিভিন্ন ব্রান্ডের কসমেটিক,জুতা ও কাপড় সামগ্রী। পাশাপাশি ঈদকে সামনে রেখে দুরদুরান্তের ক্রেতাদের দৃষ্টি আকর্ষন বাড়াতে মার্কেটগুলো আলোকসজ্জায় ভরপুর হয়ে উঠছে। ব্যবসায়ীদের নিত্যনতুন কৌশল প্রাধান্য পাচ্ছে। অন্যদিকে এ জনবহুল বাজারে বৃহত্তর ঈদগাঁওর ইসলামপুর, ইসলামাবাদ, জালালাবাদ,পোকখালী,চৌফলদন্ডী, ভারুয়াখালী ও ঈদগাঁও ইউনিয়নের প্রত্যান্ত জনপদের লোকজনসহ পাশ্ববর্তী রামুর ঈদগড়,রশিদনগর, জোয়ারিয়ানালা এবং চকরিয়ার খুটাখালীর মানুষজনও ঈদের কেনাকাটা করতে আসছে এই বৃহৎ বাজারে। সবমিলিয়ে বছরে একটিবার সুযোগ রমজানের ঈদ বাজার লুফে নিতে বিক্রেতাদের মহা তোড়জোড় যেন লক্ষনীয়।

এ বিষয়ে কয়েকজন ক্রেতার সাথে কথা হলে তারা হতাশ কন্ঠে জানান, বিগত বছরের তুলনায় এবছর কাপড়সহ কসমেটিক সামগ্রীর দাম একটু চড়া। পছন্দ হলেই দ্বিগুন দাম নিয়ে ঝামেলা পোহাতে হচ্ছে।

অন্যদিকে দুজন মহিলা ক্রেতারা জানান, ছোট বড় সববয়সী ব্যক্তিদের ঈদের কাপড়ের দাম নাগালের বাহিরে। তবুও কিনতে হচ্ছে।

মুফিজ নামের এক ব্যবসায়ী জানান, ঈদের বেচাবিক্রি হচ্ছে মোটামুটি ভাবে। ক্রেতারা মার্কেটমুখী হচ্ছে।

তবে সচেতন মহল জানান, ব্যবসায়ীক ভরা মৌসুমে পকেটমার,জালনোট চক্রসহ নানা অপরাদ অপকর্ম থেকে রক্ষাকল্পে মার্কেটে নিরাপক্তার লক্ষে পুলিশী টহলের দাবী।

পাঠকের মতামত: