ঢাকা,রোববার, ১৭ নভেম্বর ২০২৪

ঈদগাঁওতে সেভেন এ সাইড ফুটবল টূর্ণামেন্টের উদ্বোধন

20170428_164847মোঃ রেজাউল করিম, ঈদগাঁও, কক্সবাজার :::

বঙ্গবন্ধু সেভেন এ সাইড ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধনী ম্যাচে বৃহত্তর ঈদগাঁও অলস্টার ক্লাব প্রতিপক্ষ বাংলা বাজার কুঞ্জ ফুটবল একাডেমীকে ১-০ গোলে পরাজিত করেছে। ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে ২৮ এপ্রিল বিকেলে বৃহত্তর ঈদগাঁও ক্রীড়া সংস্থার আয়োজনে এ টুর্ণামেন্ট শুরু হয়েছে। খেলার প্রথমার্ধের ১৮ মিনিটের মাথায় একটি গোল হয়। অধিনায়ক লুৎফুর রহমান প্রথম পেনাল্টির সুযোগ পেয়েও গোল করতে ব্যর্থ হয়। এর আগে কবুতর উড়িয়ে এ টূর্ণামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কক্সবাজার জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান-২ সোহেল জাহান চৌধুরী। উত্তেজনাপূর্ণ এ খেলায় প্রচুর দর্শক সমাগম ঘটে। বিশেষ অতিথি ছিলেন জালালাবাদ আ.লীগ সাধারণ সম্পাদক ডা. এম মমতাজুল ইসলাম রিয়াজ, জেলা ছাত্রলীগ সহ-সভাপতি মোহাম্মদ আলী, জালালাবাদ যুবলীগ সভাপতি হাসান তারেক, ঈদগাঁও সাংগঠনিক উপজেলা ছাত্রলীগ ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ উদ্দীন রাসেল, ঈদগাঁও প্রেসক্লাব সভাপতি মো. রেজাউল করিম, জালালাবাদ এমইউ পি আবু তাহের, এএসআই পেয়ার আহমদ, এএসআই শাহজালাল, ঈদগাঁও আ.লীগ সহ-সভাপতি মোস্তাক আহমদ, ফুটবল খেলোয়াড় আবুল হাশেম। উপস্থিত ছিলেন নুরুল আবছার, শোয়াইব, সরওয়ার, হামিদ, নাছির, আবু বক্কর, রশিদ মিয়া প্রমুখ। উদ্বোধক তার বক্তব্যে বলেন, যথাযথ পৃষ্ঠপোষকতা পেলে এখানে জাতীয় মানের ফুটবল টীম গড়ে উঠবে। তিনি জনপ্রিয় ফুটবল খেলার প্রসারের জন্য তার পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ^াস দেন। মোহাম্মদ আলী বলেন, মাদকমুক্ত সমাজে উত্তোরণে ফুটবল খেলা একটি মাধ্যম। তার মতে প্রতিভার অভাব না থাকলেও তা বিকাশের সুযোগ নেই। তাই মাঠের প্রতিভা মাঠেই শেষ হয়ে যাচ্ছে। সুন্দর- মাদকমুক্ত সমাজ বিনির্মাণ ও যুব সমাজ উপহার দিতে ব্যাপক মানুষের সংশ্লিষ্টতা ও আগ্রহ সম্পন্ন ফুটবল খেলার ভূমিকা অপরিসীম। সাকলাইন মোস্তাক, মিটন আচার্য্য ও ইব্রাহিম খলিল সজিবের যৌথ ধারাভাষ্যে খেলার রেফারী ছিলেন বাফুফে সদস্য আবুল কাশেম। সহকারী ছিলেন মিজানুর রহমান ও আনোয়ার। সাব্র্কি ব্যবস্থাপনায় ছিলেন আয়োজক সংস্থার সভাপতি মোহাম্মদ রফিক, মিজানুল হক, আবু হেনা, শহিদুল করিমসহ আরো অনেকে। শনিবার বিকেলে ডুলাহাজারা ফুটবল একাডেমী প্রতিপক্ষ ইয়ং বয়েজ এফসি নতুন অফিসের প্রতিদ্বন্দ্বিতা করবে। উল্লেখ্য, এ টূর্ণামেন্টে মোট ১৬টি ক্লাব দল অংশ নিচ্ছে। দীর্ঘ ৫ বছর পর এ প্রথম ঈদগাঁওতে বৃহৎ পরিসরে এ টূর্ণামেন্টের আয়োজন করা হয়েছে। বিজয়ী দলের পক্ষে ঘানার বিখ্যাত ফুটবলার ইয়ামি অংশ গ্রহণ করেন।

—————————————–

ঈদগাঁও এডুকেশন সেন্টারের উদ্বোধন

মোঃ রেজাউল করিম, ঈদগাঁও, কক্সবাজার ::

ঈদগাঁওতে যাত্রা শুরু করেছে এডুকেশন সেন্টার। বাজারের জাগির পাড়া রোডস্থ একটি ভবনের দ্বিতীয় তলায় ২৮ এপ্রিল সন্ধ্যায় এর শোভাযাত্রায় সুধীমহলের ব্যাপক সমাগম ঘটে। উদ্বোধনী বক্তব্যে উক্ত প্রতিষ্ঠানের শিক্ষক মো. ইবরাহীম জানান, প্রাতিষ্ঠানিক সময়ের বাইরে অবশিষ্ট সময়টুকুতে শিক্ষার্থীদের পড়ালেখার যথাযথ সদ্ব্যবহার করতে স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিষয় ভিত্তিক শিক্ষকদের অংশগ্রহণে এর কার্যক্রম শুরু করা হয়েছে। আগত সুধীবৃন্দের মধ্যে অনুভূতি ব্যক্ত করেন ঈদগাহ জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক গিয়াস উদ্দীন, কক্সবাজার সরকারী কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক সুলতান আহমদ, সিটি কর্পোরেশন কলেজের প্রভাষক মোহাম্মদ আলী, ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয় সিনিয়র শিক্ষক মো. রেজাউল করিম, এএসআই শাহজালাল, বোয়ালখালী সাতজুলাকাটা সরকারী প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সেলিম উল্লাহ, আইসিটি ট্রেনিং সেন্টার সত্ত্বাধিকারী সাইমুম শাওন, বীমা কর্মকর্তা নাছির মিয়া নাছির প্রমুখ। উপস্থিত ছিলেন রহমত উল্লাহ, গুরা মিয়া, ছুরত আলম, শফিউল আলম, হেফাজতুর রহমান, ইরফানুল করিম, নুরুল আবছার মান্না, পারভিন আক্তার। প্রতিষ্ঠানটির শিক্ষক মোজাম্মেল হকের সঞ্চালনায় অন্যদের মধ্যে ছিলেন এস. বিকাশ শর্মা পালন, কিশোর পাল, মাহমুদ আল মক্কী, সালাহ উদ্দীন, ইমরানুল হক প্রমুখ। অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির শিক্ষক, শিক্ষার্থী ছাড়াও বিপুল সংখ্যক অভিভাবক ও অভিভাবিকা অংশ নেন।

পাঠকের মতামত: