আতিকুর রহমান মানিক, কক্সবাজার ::
জেলার ২য় বৃহত্তম বানিজ্য কেন্দ্র সদরের ঈদগাঁও বাজারে ভয়াবহ অগ্নিকান্ড ঘটেছে। বৃহস্পতিবার ভোররাত ৪ টার দিকে শুরু হওয়া এ অগ্নিকান্ডে বাজারের কেন্দ্রীয় জামে মসজিদের উত্তর পার্শ্বস্হ গলির ৭/৮ টি দোকান আগুনে পুড়ে যায়। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে জানা গেছে।
আলম গার্মেন্ট স্টোর, একতা ফ্যাশন, স্বর্নের দোকান সহ মোট ৭/৮টি ডিপার্টমেন্টাল স্টোর ও স্বর্নের দোকানে ক্ষয়ক্ষতি আনুমানিক ২ কোটি টাকারও বেশি হতে পারে বলে জানা গেছে। ক্ষতিগ্রস্হ ব্যবসায়ীরা ক্ষোভের সাথে বলেন, আগুন লাগার সাথে সাথে কক্সবাজার ফায়ার সার্ভিসকে ফোন দেওয়ার পরও দেড় ঘন্টা পরে ঘটনাস্থলে পৌঁছে অগ্নিনির্বাপক দল । কিন্তু ততক্ষনে পুড়ে ছাই হয়ে যায় সবকিছু। এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের যৌথ প্রচেষ্টায় সাড়ে পাঁচটার দিকে আগুন সম্পূর্ন নিয়ন্ত্রনে এসেছে।
বিস্তারিত আসছে।
পাঠকের মতামত: