ঢাকা,রোববার, ১৭ নভেম্বর ২০২৪

ইসলামাবাদে এবার কৃষি জমিতে আঁখ চাষ : সফলতার পথে চাষীরা

এম আবুহেনা সাগর, ঈদগাঁও ::

এবার বিস্তৃত কৃষি জমিতে আঁখের চাষাবাদ করে ইসলামাবাদে সফলতার পথে এগিয়ে যাচ্ছে চাষীরা। এমনকি আঁখের চাষ করতে পেরে চাষীদের মুখে হাসির ঝিলিক ফুটে উঠছে। অন্যান্য সময়ে নানা জাতের চাষাবাদও করে থাকে তারা। প্রাপ্ত তথ্য মতে, ককসবাজার সদর উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের ওয়াহেদের পাড়ার ডজনাধিক চাষীরা প্রতি বছরের ধারায় এ বছরও প্রায় ৩০/ ৩৫ কানি জমিতে এ চাষাবাদ করে যাচ্ছে বেশ দক্ষতার সাথে। তারা এই চাষে একদিকে সফল হলেও অন্যদিকে বেশ লাভবানও হচ্ছে। মাত্র ২০ কড়া জমিতে চার হাজার টাকা খরছ করে ১০/১২ হাজার টাকা আঁখ বিক্রি করে আয় করা সম্ভব বলে জানান এক চাষী। এছাড়াও আগামী ২/৩ মাস পর আঁখগুলো জমি থেকে কাটা হবে। তারপর স্থানীয়সহ দুরদুরান্তের পাইকারী ক্রেতারা এসে চাষীদের কাছ থেকে কিনে নিয়ে ককসবাজার সহ চট্রগ্রাম বিভাগের যেকোন স্থানে এখানকার সুস্বাদু আঁখগুলো বিকিকিনি করে থাকে। এ ব্যাপারে ওয়াহেদের পাড়ার আঁখ চাষী আবদুল হাকিম আজকের ককসবাজারের এ
প্রতিনিধিকে তিনি তার বাপ দাদার পেশাকে সম্মান জানিয়ে দীর্ঘ ১৫/২০ বছর ধরে সামান্য পরিমান জমিতে আঁখ চাষ করে যাচ্ছে বলে জানান। আখেঁর এ চাষাবাদে বেশ সফল বলেও হাসোজ্জল কন্ঠে বলেন। তবে এই চাষাবাদ করতে এখানকার চাষীরা এ পর্যন্তও কোন প্রকার লোন নেননি বলেও জানা যায়।

পাঠকের মতামত: