নিজস্ব প্রতিবেদক ::
চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সদস্য কবি ও ছড়াকার নূর মোহাম্মদ রফিককে দেখতে যান বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব ওমর ফারুক। গুরুতর অসুস্থ হয়ে তিনি দীর্ঘদিন ধরে নগরীর হালিশহর আনন্দবাজার এলাকার বাসায় চিকিৎসাধীন রয়েছেন। গত শনিবার তাঁকে দেখতে যান বিএফইউজে মহাসচিব। এ সময় তাঁর সঙ্গে ছিলেন বিএফইউজের সহসভাপতি শহীদ উল আলম ও সিইউজে সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী। নূর মোহাম্মদ রফিক তাঁর রোগ মুক্তির জন্য সবার কাছে দোয়া চেয়েছেন। মহান মুক্তিযুদ্ধে গুরুতর আহত হয়েছিলেন নূর
মোহাম্মদ রফিক। এতে তিনি ডান পায়ে গুরুতর জখম হয়। এর পর থেকে তিনি পায়ের ক্ষত নিয়ে জীবনযাপন করে আসছিলেন। কিন্তু সামপ্রতিক সময়ে তাঁর পায়ের ক্ষত ক্রমাগত বেড়েই চলেছে। এতে দিনদিন তাঁর শারীরিক অবস্থা অবনতির দিকে যাচ্ছে।
পাঠকের মতামত: