ঢাকা,শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪

UNHCR কর্তৃক কক্সবাজার সরকারি কলেজে সুপেয় পানির জলাধার উদ্বোধন

প্রেস বিজ্ঞপ্তি :  কক্সবাজার সরকারি কলেজ ক্যাম্পাসে ইউএনএইচসিআর কর্তৃক সুপেয় পানির জলাধার উদ্বোধন করা হয়। কলেজের মান্যবর অধ্যক্ষ প্রফেসর এ.কে.এম ফজলুল করিম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইউএনএইচসিআর এর সিনিয়র অপারেশন ম্যানেজার মিস এলিজাবেথ প্যালেস্টার। অনুষ্ঠানে ইউএনএইচসিআর এর পক্ষ থেকে বক্তব্য রাখেন ইউএনএইচসিআর এর লাইভলিহুড অফিসার সুব্রত কুমার চক্রবর্তী। এনজিও ফোরামের পক্ষ থেকে বক্তব্য রাখেন এনজিও ফেরামের হিউম্যানিটেরিয়ান ও ইমার্জেন্সি প্রধান রিদুয়ান আহমেদ, কলেজের পক্ষ থেকে বক্তব্য রাখেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর পার্থ সারথি সোম। কলেজের বিভিন্ন বর্ষের ছাত্র-ছাত্রীরা এতে বক্তব্য রাখেন। এতে প্রধান অতিথি অন্যান্য অতিথিবৃন্দকে সাথে নিয়ে ইউএনএইচসিআর এর অর্থায়নে নির্মিত সুপেয় পানির জলাধার উদ্বোধন করেন। প্রধান অতিথি তার বক্তব্যে কক্সবাজার সরকারি কলেজে ভবিষ্যতে ইউএনএইচসিআর এর পক্ষ থেকে বিভিন্ন ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশ^াস প্রদান করেন। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইংরেজি বিভাগের প্রভাষক মিঠুন চক্রবর্তী।

পাঠকের মতামত: