ঢাকা,বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

চকরিয়ার পূর্ব বড়ভেওলা ও বিএমচরে সংঘর্ষে আহত ১০

songarsচকরিয়া অফিস ঃ

চকরিয়া উপজেলার উপকূলীয় ৬টি ইউনিয়নে ৭ মে শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে। কোথাও কোথাও বিক্ষিপ্ত সংঘর্ষের ঘটনাও ঘটেছে। পূর্ব বড় ভেওলা ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী খলিল উল্লাহ চৌধুরী জানান; তাকে পরাজিত করার জন্য আওয়ামীলীগের অনেক নেতা বিএনপি প্রার্থীর পক্ষে সরাসরি কাজ করেছেন। এখানে তার পরাজয় নিশ্চিত করার জন্য আওয়ামীলীগের কিছু নেতা ও প্রশাসন একাট্টা হয়ে কাজ করেছেন। বর্তমান চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা মোঃ ইব্রাহিম খলিলও তার বিরুদ্ধে কাজ করেছেন। খলিল উল্লাহ চৌধুরী জানান; তার বিরুধীতায় উপজেলা পর্যায়ের নেতাও ছিলেন। এখানে আওয়ামীলীগের একটি বড় অংশ বিএনপি’র প্রার্থীর পক্ষে সরাসরি কাজ করেছেন। এদের মধ্যে কয়েকজনকে ইতোমধ্যে আওয়ামীলীগ থেকে বহিস্কারও করা হয়েছে। প্রশাসনিক কর্মকর্তা, পুলিশ আওয়ামীলীগ প্রার্থীর বিপক্ষে কাজ করেছেন। এ ইউনিয়নে আওয়ামীলীগ প্রার্থীর সমর্থক যেখানে পেয়েছেন সেখানেই লাটি চার্জ করা হয়েছে। মারধর থেকে শুরু করে অনেককে হেনস্থা করা হয়েছে। নির্বাচন চলাকালে এ ইউনিয়নে এদিন বিকাল ৩টা ৪৫ মিনিটের সময় ৪ নং ওয়ার্ডে হামলার ঘটনা ঘটেছে। বিএনপি’র প্রার্থীর সমর্থকদের হামলায় আওয়ামীলীগ প্রার্থী খলিল উল্লাহ চৌধুরীর কর্মী মন্ছুর আলম(৩৫), বেলাল উদ্দিন(২২), জসিম উদ্দিন(২৭), আবদুল কুদ্দুচ(২১) ও নাছির উদ্দিন(৩৫) প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হয়েছেন। এ ইউনিয়নের সিকদারপাড়া কেন্দ্রেও হামলার ঘটনা ঘটেছে। এতে মোঃ কালু(৩৫) নামে একজন আওয়ামীলীগ কর্মী আহত হয়েছেন। অপর দিকে বিএমচর ইউনিয়নের ভেওলা মানিকচর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এদিন বিকাল পৌন ৪টায় আওয়ামীলীগ প্রার্থী বদিউল আলম ও আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী জাহাঙ্গীর আলমের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে চকরিয়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি জাফর আলমের ব্যক্তিগত সহকারী হাসানুল হক আদর(২৮)সহ আরও ৩জন আহত হয়েছেন। পূর্ব বড়ভেওলায় আহতদের মধ্যে মন্ছুর আলমকে আশংকাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যান্যদের চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পূর্ব বড়ভেওলা ইউনিয়নে আওয়ামীলীগ প্রার্থী খলিল উল্লাহ চৌধুরী জানান, তার ইউনিয়নে আওয়ামীলীগ নেতা ও বর্তমান চেয়ারম্যান মোঃ ইব্রাহিম খলিল দলীয় মনোনয়ন না পেয়ে এ নির্বাচনে তিনিসহ বেশ কয়েকজন নেতা বিএনপি প্রার্থীর পক্ষে কাজ করেছেন। তিনি বলেন; এ হামলাগুলো ইব্রাহিম খলিলের ঈন্ধনে ও তার সমর্থকরা করেছেন। বিএনপি প্রার্থীর পক্ষে ব্যাপক জাল ভোটও দেয়া, কেন্দ্র দখলেরও অভিযোগ এনেছেন। তিনি বলেন, ঘরে বাইরে সবাই মিলে তার নিশ্চিত বিজয় ছিনিয়ে নিয়েছেন।

পাঠকের মতামত: