ঢাকা,শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

চকরিয়া ব্যবসায়ীর ১০লাখ টাকা ছিনতাই প্রকাশিত সংবাদের প্রতিবাদ

Protibadগত ৬ মে/১৬ ইং তারিখের দৈনিক বাকঁখালী, সকালের কক্সবাজার, অনলাইন পত্রিকা কক্সবাজার নিউজ ও চকরিয়া নিউজ সহ বিভিন্ন পত্রিকায় “ চকরিয়ায় দিনদুপুরে লবণ ব্যবসায়ীর ১০ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ ” শিরোনামে প্রকাশিত সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে। প্রকাশিত সংবাদটি সম্পুর্ন মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রনোদিত। আমি নিম্নস্বাক্ষরকারী উক্ত প্রকাশিত মিথ্যা ও বানোয়াট সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।
প্রকৃত ঘটনা হচ্ছে, পেকুয়া থানার উজানটিয়া করিয়ারদিয়া এলাকায় আমার মালিকাধীন চিংড়ী ও লবণ চাষের উপযোগী সাড়ে ৬ একরের মতো জমি রয়েছে। ওই জমি গুলো দীর্ঘ ৪ বছর ধরে একই এলাকার মৃত হাজী আলী আহমদের পুত্র আজিজুর হককে বর্গাচাষী হিসেবে মাছ ও লবণ চাষ করে আসছিল। আমার চাষা আজিজুল হকের নিকট প্রতি একর জমি বছরে সাড়ে ৩২ হাজার টাকা করে লাগিয়ত বাবত প্রায় ২ লাখ ২৪ হাজার টাকা করে ৪বছরে  মোট ৮লাখ ৯৬ হাজার টাকা পাওনা আছি। হিসাব নিকেশ করে জমির লাগিয়ত বাবত আমার পাওনা টাকা দাবী করলে সুচতুর আজিজুল হক আমার পাওনা টাকা না দিয়ে কৌশলে তার টাকা ছিনতাইয়ের নাটক সাজায়। আমি জমির মালিক জসিম উদ্দিনকে উল্টো ছিনতাইকারী বানিয়ে পত্রিকায় মিথ্যা তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করেছে। তাই আমি উক্ত প্রকাশিত মিথ্যা ও বানোয়াট সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছি।

প্রতিবাদকারী : জসিম উদ্দিন,

পিতা : মৃত হাজী বদর উদ্দিন,

সাং মাতারবাড়ি সিকদার পাড়া,

মহেশখালী, কক্সবাজার।

পাঠকের মতামত: