ঢাকা,বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪

টেকনাফে বিজিবি পুলিশের পৃথক অভিযান ৮৫ ভরি স্বর্ণ ও প্রচুর পরিমান ইয়াবা সহ আটক-৩

হহহগিয়াস উদ্দিন ভুলু, টেকনাফ :::

টেকনাফে বিজিবি ও পুলিশ সদস্যরা পৃথক অভিযান চালিয়ে প্রচুর পরিমান ইয়াবা ও স্বর্ণ সহ তিন পাচারকারিকে আটক করেছে।

বিজিবি সুত্রে জানা যায়, গতকাল ৫ এপ্রিল সকাল ৯টায় গোপন সংবাদের ভিত্তিতে দমদমিয়া বিওপির সদস্যরা একটি যাত্রীবাহী বাসে তল্লাসী চালিয়ে ৮৫ ভরি স্বর্ণ সহ রহমত উল্ল্যাহ (৩৮) নামে এক স্বর্ণ পাচারকারিকে আটক করতে সক্ষম হয়েছে। সে টেকনাফ পৌরসভার ৮ নং ওযার্ডের মধ্যম জালিয়া পাড়া এলাকার মৃত সৈয়দ আহম্মদের পুত্র রহমত উল্ল্যাহ (৩৮)। অপরদিকে একই দিন বিকাল ৩টায় টেকনাফ থানার (ওসি) তদন্ত কবির হোসেনের নেতৃত্বে পুলিশ সদস্যরা পৌরসভার আবাসিক হোটেল মিলকী রিসোর্টে বিশেষ অভিযান চালিয়ে ৯ হাজার ৮শত পিস ইয়াবাসহ দুই পাচারকারীকে আটক করতে সক্ষম হয়। আটককৃতরা হচ্ছে, কক্সবাজার জেলার কুতুবদিয়া থানার-লেন্সাখালী এলাকার মৃত আবদুল জলিলের ছেলে মো. করিম উল্ল্যাহ (৩০) টেকনাফ সদর ইউনিয়নের লম্বরী এলাকার মৃত মোজাহের মিয়ার ছেলে মো. হামিদ উল্ল্যা(৪০)।

এব্যাপারে টেকনাফ ২ বিজিবি অধিনায়ক লে: কর্ণেল আবুজার আল জাহিদ স্বর্ণ সহ আটক ব্যক্তির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দীর্ঘদিন ধরে মিয়ানমার ও টেকনাফের বেশ কয়েকজন স্বর্ণ পাচারকারি সু-কৌশলে তাদের পাচার কাজ চালিয়ে যাচ্ছে। এর ধারাবাহিকতায় এই পর্যন্ত আমাদের বিজিবির সদস্যরা প্রচুর পরিমান স্বর্ণ সহ বেশ কয়েকজন পাচারকারিকে আটক করতে সক্ষম হয়েছে। তিনি আরো বলেন, আমাদের মুল টার্গেট হচ্ছে এই স্বর্ণ পাচারের সাথে যারা জড়িত সেই সমস্ত মুল গডফারদের খুঁজে বের করে আইনের আওয়াতাই নিয়ে আসা।

পাঠকের মতামত: