ঢাকা,বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪

টেকনাফে পাহাড় ধসে একই পরিবারের ৫ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক :: টেকনাফে আবারও পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের ৫ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত পৌনে দুইটার দিকে হ্নীলা ভিলেজারপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন সৈয়দ আলমের তিন ছেলে ও দুই মেয়ে। ঘটনার সময় তারা ঘুমিয়ে ছিলেন। হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী বিষয়টি নিশ্চিত করেন।

টানা বর্ষণে হ্নীলা ইউনিয়নে শতশত বসতবাড়ি প্লাবিত ও বিধ্বস্ত হয়েছে।

এর আগের দিন উখিয়া উপজেলার বালুখালী রোহিঙ্গা শরণার্থী শিবিরে পাহাড় ধস ও ঢলের পানিতে ভেসে গিয়ে ৬ রোহিঙ্গা এবং দেয়াল চাপায় স্থানীয় এক নারীসহ ৮ জনের মৃত্যু হয়।

এছাড়াও একই দিন পাহাড় ধসে টেকনাফে বাড়ি ঘর চাপা পড়ে স্থানীয় এক বাসিন্দারও মৃত্যু হয়।

মঙ্গলবার কক্সবাজারে ১৪১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। টানা বর্ষণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে জেলার বিভিন্ন এলাকায়।

 

পাঠকের মতামত: