ঢাকা,বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪

চকরিয়া উপজেলার নতুন এসিল্যান্ড রাহাত উজ্জামানের দায়িত্বভার গ্রহন

এম.জিয়াবুল হক, চকরিয়া ::  চকরিয়া উপজেলার নতুন সহকারি কমিশনার (এসিল্যান্ড) হিসেবে সদ্য পোস্টিং পাওয়া নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো.রাহাত উজ জামান আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহন করেছেন। আজ রোববার তিনি প্রথম কর্মদিবস সুচনা করেছেন চকরিয়া উপজেলা ভুমি অফিসে। এরআগে তিনি বিদায়ী এসিল্যান্ড মো.তানভীর হোসেন এর কাছ থেকে বৃহস্পতিবার আনুষ্ঠানিক দায়িত্বভার গ্রহন করেন।

উল্লেখ্য গত ২৯জুন চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) খন্দকার জহিরুল ইসলাম স্বাক্ষরিত ৩৬৯ নম্বর স্বারকে জারিকৃত এক প্রজ্ঞাপনে কক্সবাজার জেলার আট উপজেলার মধ্যে ৬ উপজেলায় নতুন এসিল্যান্ড পদে বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের পদায়ন করেন।

ওই প্রজ্ঞাপনে চকরিয়া উপজেলা সহকারি কমিশনার (ভুমি) হিসেবে নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো.রাহাত উজ জামানকে পদায়ন করেন। একই প্রজ্ঞাপনে গত ২০ জুন চকরিয়া উপজেলা এসিল্যান্ড হিসেবে পদায়ন করা রিগ্যান চাকমার আদেশটি বাতিল করে তাকে রামু উপজেলায় পোষ্টিং দেন।

অপরদিকে জনপ্রশাসন মন্ত্রানালয়ের মাঠ প্রশাসন -১ শাখার অপর প্রজ্ঞাপনে চকরিয়া উপজেলার বিদায়ী এসিল্যান্ড মো.তানভীর হোসেনকে সিনিয়র সহকারি সচিব পদে পদোন্নতি দিয়ে মুন্সিগঞ্জ জেলা প্রশাসনের ভুমি অধিগ্রহন কর্মকর্তা (এলএও) পদে নিয়োগ দেওয়া হয়েছে।

পাঠকের মতামত: