ঢাকা,শনিবার, ২০ এপ্রিল ২০২৪

১০ মিনিটের ঝড় বাতাসে গুড়িয়ে গেছে ডুলাহাজারা

100_2965_2মোস্তফা কামাল, ডুলাহাজারা প্রতিনিধি ::

কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারায় মাত্র ১০ মিনিটের ঝড় বাতাসে তছ-নছ হয়ে গেছে পুরো এলাকা। আজ ৪ মে বুধবার দুপুর ১২টার দিকে ধমকা হাওয়ায় বয়ে যাওয়া ঝড় বাতাসে এলাকার কাচা-পাকা ঘর-বাড়ি, বাজারের দোকান-পাট, গাছ-পালা, গরু-ছাগলের মৃত্যু সহ বিদুতের খুটি ভেঙ্গে তচ-নচ হয়ে গেছে। এতে কোটি টাকারও বেশি ক্ষয়-ক্ষতি হয়েছে বলে ধারনা করা হচ্ছে। সরেজমিনে গিয়ে দেখা যায়, ডুলাহাজারা কলেজ গেইট হইতে মালুমঘাট বাজার পর্যন্ত ৫টি বিদ্যুতের খুটি ভেঙ্গে পড়ে গেছে। ইউনিয়ন জুড়ে শিক্ষা প্রতিষ্ঠান সহ ২ শতাধিক কাচা-পাকা ঘর-বাড়ি ভেঙ্গে গেছে। এ ছাড়া মহা সড়কের দুই পাশের গাছ সহ বন বিভাগের ফাঁসিয়াখালী রেঞ্জ এলাকায় মাদারট্রি গর্জন ও বিভিন্ন প্রজাতির ২ হাজারের বেশি গাছ ভেঙ্গে ও পড়ে গেছে। এতে ১০ মিনিটে বয়ে যাওয়া ঝড় বাতাসে সব মিলিয়ে কোটি টাকার ক্ষয় ক্ষতি হতে পারে বলে ধারনা করেছে এলকার প্রতিনিধিরা। এদিকে ডুলাহাজারা নব-নির্বাচিত চেয়ারম্যান নুরুল আমিন এসব ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করেছেন।

পাঠকের মতামত: