ঢাকা,সোমবার, ২৯ এপ্রিল ২০২৪

পেকুয়ায় মরিচ খেত নষ্ট করার প্রতিবাদ করায় যুবককে কুপিয়ে আহত

পেকুয়া প্রতিনিধি :: কক্সবাজারের পেকুয়ায় ছাগলে মরিচ খেতে নষ্ট করার প্রতিবাদ করায় ওমর খান (৪২) নামে এক যুবককে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার (২ জুলাই) দুপুর ২ টার দিকে সদর ইউপির উত্তর মেহেরনামা এলাকায় এ ঘটনা ঘটে।

আহত যুবক একই এলাকার মৌলভী নুর আহম্মদ এর ছেলে। আহতকে পরিবারের লোকজন উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

আহত ওমর খাঁন বলেন, বাড়ির পাশে আমাদের জমিতে মরিচ খেত করে জীবিকা নির্বাহ করে আসছি। ঘটনার দিন সকালে মরিচ দেখাশুনা করতে গিয়ে দেখি একটি ছাগল মরিচ খেত নষ্ট করতেছে। তখন ছাগলটি আমি রাগারাগি করে খেত থেকে বের করে দিই।

এ বিষয়টি মেনে নিতে পারেনি ছাগলের মালিক একই এলাকার আবদুল্লাহর স্ত্রী মুন্নি আক্তার সহ আরো কয়েকজন। ওই ঘটনার জের ধরে মুন্নি আক্তার, শাহেদুল ইসলামের মেয়ে নিষ্পা, মৃত আহমদ হোছাইনের মেয়ে শাহেদা ও নুরুল আবছারের ছেলে আরফাত মিলে আমার খেতের স্থানে হামলা শুরু করে।

এক পর্যায়ে তাদের মধ্যে থেকে কয়েকজন আমার চোখে মরিচ মেশানোর পানি নিয়ে অন্ধ করে পায়ে কুপিয়ে আহত করে। পরে বাড়ির লোকজন এগিয়ে আসলে তারা পালিয়ে যায়। এবিষয়ে তিনি থানায় লিখিত অভিযোগ দিবেন বলে জানান।

পাঠকের মতামত: