ঢাকা,শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

রামুতে ১৫ হাজার ইয়াবা সহ স্বামী-স্ত্রী আটক

‍ৃৃৃৃৃৃৃসোয়েব সাঈদ, রামু :::

কক্সবাজারের রামুতে ১৫ হাজার ইয়াবা সহ স্বামী-স্ত্রী আটক হয়েছেন। আটককৃতরা হলো কক্সবাজার সদর উপজেলা ঝিলংজা ইউনিয়নের পূর্ব লার পাড়ার জাফর আলমের ছেলে মো. কামাল (২৭) ও মো. কামালের স্ত্রী ছেনুয়ারা বেগম (২২)। আজ মঙ্গলবার (৩ মে) বেলা ১২ টায় রামু উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের চা বাগান এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

অভিযানে নেতৃত্ব দেয়া রামু থানার উপ-পরিদর্শন মামুন জানিয়েছেন, রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রভাষ চন্দ্র ধর ও ওসি তদন্ত শেখ আশরাফুজ্জামানের নির্দেশে মহাসড়কে তিনি সঙ্গীয় ফোর্স নিয়ে চা বাগানে অস্থায়ী পুলিশ ফাঁড়িতে অভিযান শুরু করেন।

অভিযান চলাকালে হানিফ পরিবহনের একটি বাসে তল্লাশী চালানোর সময় গাড়ি থেকে নেমে পালানোর চেষ্টা করে কামাল ও ছেনুয়ারা। এসময় পুলিশ ধাওয়া করে তাদের ১৫ হাজার ইয়াবা সহ আটক করে। রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রভাষ চন্দ্র ধর ১৫ হাজার ইয়াবা সহ স্বামী-স্ত্রীকে আটকের খবর স্বীকার করেছেন। তিনি জানিয়েছেন, এ ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা করা হবে।

পাঠকের মতামত: