ঢাকা,শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

সংবাদপত্রের কালো দিবসের আলোচনায় সাংবাদিক নেতারা

দেশের স্বাধীনতা রক্ষা করতে হলে সাংবাদিকদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে

নিজস্ব প্রতিবেদক ::  ‘দেশে এখন সারাবছরই সংবাদপত্রের কালো দিবস চলছে। অতীতে যেভাবে বাকশাল কায়েম করে মাত্র চারটি পত্রিকা রেখে সব বন্ধ করে দিয়েছিল তেমনি এখনো সংবাদপত্র নিয়ন্ত্রিত হচ্ছে। সংবাদপত্রের সংখ্যা বাড়লেও সাংবাদিকদের লেখার স্বাধীনতা নেই।’

১৬ জুন সংবাদপত্রের কালো দিবস পালন উপলক্ষে সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার আয়োজিত আলোচনা সভায় সাংবাদিক নেতারা এসব কথা বলেন।

তারা বলেন, দেশের স্বাধীনতা রক্ষা করতে হলে দল মত ভুলে সাংবাদিকদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। একই সাথে মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে হবে। তখনই মানুষ স্বাধীনতা ফিরে পাবেন।

সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার সভাপতি মমতাজ উদ্দিন বাহারীর সভাপতিত্বে বুধবার (১৬ জুন) বিকালে অনুষ্ঠিত এই আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন- বিএফইউজে’র সাবেক কেন্দ্রীয় সহকারী মহাসচিব জিএএম আশেক উল্লাহ।

ইউনিয়ন সাধারণ সম্পাদক আনছার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত এই আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, সিনিয়র সাংবাদিক ইকরাম চৌধুরী টিপু, যুগ্ন সম্পাদক হুমায়ন সিকদার, কোষাধ্যক্ষ ছৈয়দ আলম, গোলাম আজম খান, এমআর মাহবুব, ইসলাম মাহমুদ, এমআর মাসুদ, আরমান কবির প্রমুখ।

পাঠকের মতামত: