ঢাকা,বৃহস্পতিবার, ২ মে ২০২৪

পেকুয়ায় বৈদ্যুতিক সর্টসার্কিটে পুড়ে গেছে ৪টি বসতঘর

পেকুয়া প্রতিনিধি ::
পেকুয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। ২৫ মে বেলা ২ টার দিকে উপজেলার শিলখালী ইউনিয়নের জারুল বুনিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় আহমদ হোছাইনের পুত্র আবু ছৈয়দের ঘরে বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত বলে প্রাথমিক তথ্যে জানা গেছে।
আগুনের লেলিহান শিখা চারপাশে ছড়িয়ে গেলে মুহুর্তের মধ্যে পাশের আহমদ শফি ও জসিম এবং শাহাব উদ্দিনের বেড়া ও টিন সেটের ৪ টি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়।
খবর পেয়ে পেকুয়া ফায়ার সার্ভিসের দমকল বাহিনী ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
৪ পরিবারে আনুমানিক ৪ লক্ষ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে ফায়ার সার্ভিসসূত্রে জানা গেছে।
এদিকে, ঘটনার খবর পেয়ে পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোতাছেম বিল্যাহ ঘটনাস্থল পরিদর্শন করেন।
এসময় ক্ষতিগ্রস্ত ৪ টি পরিবারকে প্রাথমিকভাবে চাল, ডাল, চিনি, সেমাই, ছোলাসহ কিছু বস্ত্র প্রদান করেন ইউএনও। এসময় উপস্থিত ছিলেন শীলখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুল হোছাইনসহ স্থানীয়রা।
ক্ষতিগ্রস্ত পরিবার খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে।

পাঠকের মতামত: